পতন দিয়ে শুরু সপ্তাহের প্রথমদিনের লেনদেন
পুঁজিবাজারে আজ সপ্তাহের প্রথমদিনের লেনদেন শুরু হয় পতন দিয়ে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতেই শেয়ার বিক্রির চাপ দেখা যায়। শেষপর্যন্ত এই চাপ অব্যাহত থাকে। লেনদেন শেষে ডিএসইএক্স সূচকের পতন হয় ৩৮ পয়েন্ট। ডিএসইএস সূচকের পতন হয় ৪ দশমিক ৩৯ পয়েন্ট। ডিএস৩০ সূচকের পতন হয় ১৭ দশমিক ২২ পয়েন্ট। দরপতন হয় ৭০ শতাংশ বা ২৮২টি কোম্পানির। লেনদেন হয় ৩৭১ কোটি টাকা। ১৩ কোটি ৩৭ লাখ শেয়ার এক লাখ ২৪ হাজার ৪১২বার হাতবদল হয়। আজ ডিএসইর বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৫৮ হাজার কোটি টাকায়।
ফাইন ফুডসের শেয়ার থেকে মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় দরপতন হয় ২২ টাকা ১০ পয়সা। লেনদেন হয় ১৯ কোটি ৩৯ লাখ টাকা। টানা দরবৃদ্ধিতে ফাইন ফুডসের দর দুই বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছিল। ওরিয়ন ইনফিউশনের ১৩ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ১৭ টাকা ১০ পয়সা। এরপরের অবস্থানগুলোতে ছিল মিডল্যান্ড ব্যাংক, আফতাব অটো, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ওয়াইম্যাক্স, এশিয়াটিক ল্যাব, বিএসসি, জিপি, রবি।
প্রায় ১০ শতাংশ বেড়ে খান ব্রাদার্স পিপি দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। এরপরের অবস্থানগুলোতে দেখা যায় মন্নু সিরামিক, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ওরিয়ন ইনফিউশন, এইচআর টেক্সটাইল, আফতাব অটো, ইউনাইটেড ইন্স্যুরেন্স।
দরপতনে ছিল মিউল্যান্ড ব্যাংক, ফাইন ফুডস, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, বে লিজিং, ওয়েস্টার্ন মেরিন, ফিনিক্স ফাইন্যান্স, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, ফারইস্ট ফাইন্যান্স।
৫০ কোটি টাকা লেনদেন হয়ে ব্যাংক খাত লেনদেনের শীর্ষে অবস্থান করে। এরপরে ওষুধ ও রসায়ন খাতে লেনদেন হয় ৪৮ কোটি টাকা। সবগুলো খাতই দরপতনে ছিল।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র লক্ষ্য করা গেছে। প্রধান সূচক সিএসসিএক্স ১০ দশমিক ৭১ পয়েন্ট এবং সিএএসপিআই সূচক ১৯ পয়েন্ট নেতিবাচক ছিল। সিএসইতে লেনদেন হয় ৩ কোটি ৯৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ৩৯ লাখ টাকা। আজ সিএসইতে লেনদেন কমেছে ৩ কোটি ৪৪ লাখ টাকা।
৬৮ লাখ টাকা লেনদেন হয়ে স্কয়ার ফার্মা লেনদেনের শীর্ষে উঠে আসে। এরপরের অবস্থানগুলোতে ছিল রবি, এম জেএল বিডি, জিপি, পূবালী ব্যাংক, এসআরবি ব্যাংক, ইন্ট্রাকো, আইএফআইসি। ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে খান ব্রাদার্স পিপি। এরপরের অবস্থানগুলোতে ছিল পূবালী ব্যাংক, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড, পাওয়ার গ্রিড, ন্যাশনাল ফিড মিলস, জিকিউ বলপেন, খান ব্রাদার্স পিপি।
দরপতনে ছিল প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল, এনভয় টেক্সটাইল, মিডল্যান্ড ব্যাংক, ফাইন ফুডস, ফিনিক্স ফাইন্যান্স, বিবিএস ক্যাবলস, গোল্ডেন সন, এসকে ট্রিমস।