বড়াইগ্রামে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও হাত ধোয়া ক্যাম্পেইন
"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্যে নাটোরের বড়াইগ্রামে তারুণ্যের উৎসব উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও হাত ধোয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসবের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও হাত ধোয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পেইনের অংশ হিসেবে উপজেলা চত্তরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করা হয় ও পরিষ্কার-পরিচ্ছন্নতার তাৎপর্য সম্পর্কে উপস্থিত সকলকে সচেতন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস, উপজেলা সহকারী কমিশনার আশরাফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী রবিউল আলম সহ উপজেলার কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।