মহাকাশে হেঁটে চীনা নভোচারীদের রেকর্ড
অনন্য এক মাইলফলক স্পর্শ করলো চীন। প্রথমবারের মতো দীর্ঘ ৯ ঘণ্টা মহাকাশে হেঁটে চীনের মহাকাশ গবেষণার ইতিহাসে দীর্ঘতম অভিযান সফলভাবে সম্পন্ন করলেন দেশটির মহাকাশচারীরা। চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে অবস্থানরত শেনঝু-১৯ মিশনের মহাকাশচারীদের মধ্যে ছিলেন চীনের প্রথম নারী মহাকাশ প্রকৌশলীও।
মহাকাশ, মহাশূন্য-মহাকর্ষ বলের অনুপস্থিতিতে স্থির হয়ে দাঁড়ানোই যেখানে অসম্ভব, সেই মহাশূন্যে হাঁটা যেন মানুষের কল্পনারও বাইরে। বিজ্ঞানের ভাষায় যাকে বলে এক্সট্রা ভেহিকুলার এক্টিভিটিস-ই.ভি.এ।
মঙ্গলবার চীনের স্থানীয় সময় রাত ৯টা ৫৭ মিনিটে শেনঝু-১৯ ক্রু প্রথমবারের মতো সম্পন্ন করেন ই.ভি.এ প্রক্রিয়া। চীন মহাকাশ সংস্থা জানিয়েছে, মহাকাশচারীরা সফলভাবে তাদের সব কাজ সম্পন্ন করেছেন। ৯ ঘণ্টার এই অভিযান চীনের মহাকাশ গবেষণার ইতিহাসে প্রথম বলে দাবি তাদের।
চীনের মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি করপোরেশনের কর্মকর্তা উ হাও বলেন, 'মহাকাশচারীরা অসাধারণ কাজ করেছেন। ৯ ঘণ্টা মহাকাশে হাঁটার এই ঘটনা চীনের ইতিহাসে প্রথম। পুরো সময় তারা উজ্জীবিত ছিলেন এবং সফলভাবে সব কাজ সম্পন্ন করেছেন।'
শেনঝু-১৯ মহাকাশযানটি ৩০ অক্টোবর উৎক্ষেপণ করা হয়। এতে তিনজন মহাকাশচারীকে তিয়ানগং মহাকাশ স্টেশনে পাঠানো হয়। যাদের মধ্যে রয়েছের চীনের প্রথম নারী মহাকাশ প্রকৌশলী ওয়াং হাওঝে।
ছয় মাস ধরে এই মিশন পরিচালনা করছেন তারা। মহাকাশচারী চাই জুশে এবং সং লিংডং কাজ করেছেন সরাসরি মহাশূন্যে, আর ওয়াং হাওঝে মহাকাশ স্টেশন থেকে তাদের সহায়তা করেছেন।