সায়হাম কটন রোববার থেকে বি ক্যাটাগরিতে
পুঁজিবাজারে বস্ত্রখাতের কোম্পানি সায়হাম কটনকে 'জেড' থেকে 'বি' ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। এই সিদ্ধান্ত আগামী ২২ ডিসেম্বর থেকে কার্যকর হবে। ৩০ জুন, ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ইতিপূর্বে সায়হাম কটনের শেয়ার জেড ক্যাটাগরিতে লেনদেন হতো। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সায়হাম কটন ২০১৯ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিলেও ২০২০ সালে কোনো লভ্যাংশ দেয় নাই। ২০২১ সালে ১০ শতাংশ ও ২০২২ সালে ১১ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেয়। ২০২৩ সালে কোনো লভ্যাংশ না দেওয়ায় 'জেড' ক্যাটাগরিতে অবস্থান করছিল।
সম্প্রতি কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক(জুলাই-সেপ্টেম্বর,২৪) এর আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ পয়সা। আগের বছর প্রথম প্রান্তিকে ইপিএস ছিল ১৩ পয়সা। শেয়ার প্রতি নগদ অর্থ প্রবাহ হয়েছে ১১ পয়সা। আগের বছর এটি ৪০ পয়সা লোকসানে ছিল। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সায়হাম কটনের ইপিএস হয়েছে ৩৭ টাকা ৯৮ পয়সা। যা ৩০ জুন, ২০২৪ পর্যন্ত ছিল ৩৭ টাকা ৬৯ পয়সা। কাঁচামালের দরপতন এবং পণ্যের দামবৃদ্ধির কারণে প্রথম প্রান্তিকে ইপিএস বেড়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে আজ ডিএসইতে সায়হাম কটনের শেয়ার দর ৩ টাকা ১০ পয়সা বেড়ে সবশেষ লেনদেন হয় ১৬ টাকা ৫০ পয়সায়। গত এক বছরে এই শেয়ারটির দর ১৬ টাকা ৭০ পয়সা থেকে ১৫ টাকা ৬০ পয়সায় ওঠানামা করে। কোম্পানিটি ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।