উল্লাপাড়ায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাতের সভাপত্বিতে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপ-পরিচালক কৃষিবিদ আ: জা: মু আহসান শহীদ সরকার,উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি,
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহব্বায়ক আব্দুল ওয়াহাব সদস্য সচিব মো. আজাদ হোসেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলী সহ বৈষম্যবিরোধী ছাত্র জনতা।
তিনদিনের এ কৃষি মেলায় প্রায় ২০ টি প্রদর্শনী স্টলে বিভিন্ন প্রজাতির ফলফলাদি ও গাছের চারা এবং কৃষি উপকরণ প্রদর্শন করা হচ্ছে।
Comments