রেনাটার রোসুভাস্ট্যাটিনের প্রথম চালান যুক্তরাষ্ট্রে পৌঁছেছে

ওষুধ এবং রসায়ন খাতের কোম্পানি রেনাটা জানিয়েছে, ইউএস এফডিএ-অনুমোদিত সুবিধায় বাংলাদেশে প্রস্তুতকৃত রেনাটার রোসুভাস্ট্যাটিনের প্রথম চালান সফলভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে পাঠানো হয়েছে। কোম্পানিটি আরও জানিয়েছে, রেনাটার এই পণ্যটির ব্র্যান্ড রোলিপ নামে অধিক পরিচিত। রোসুভাস্ট্যাটিনের জন্য বাংলাদেশের বাজারে শীর্ষস্থানীয় এবং সবচেয়ে বিশ্বস্ত ব্র্যান্ডগুলির মধ্যে একটি রোলিপ। রোলিপ এখন মার্কিন বাজারে ৫মি.গ্রা., ১০মি.গ্রা., ২০মি.গ্রা. এবং ৪০ মি.গ্রা ডোজ হিসেবে পাওয়া যাবে।
পুঁজিবাজারে রেনাটা ভালো মৌলভিত্তির কোম্পানি হিসেবে বিবেচিত। কারণ ওষুধ রসায়ন খাতের কোম্পানিটি প্রতি বছর বিনিয়োগকারীদের ভালো মানের লভ্যাংশ দিয়ে আসছে। ২০২২ সালে বিনিয়োগকারীদের ১৪০ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস শেয়ার দিয়েছিল। ২০২৩ সালে ৬২ দশমিক ৫০ শতাংশ এবং ২০২৪ সালে ৯২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল রেনাটা। কোম্পানির অনুমোদিত মূলধন ২৮৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১১৪ কোটি ৬৯ লাখ টাকা। ১৯৭৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় রেনাটা।
আজ এ খবরে রেনাটার শেয়ার দর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৪ টাকা ২০ পয়সা বেড়ে সবশেষ লেনদেন হয় ৬৫৭ টাকা ৮০ পয়সায়। গত একবছরে শেয়ারটির দর ৬৬৩ টাকা ৩০ পয়সা থেকে ৬৩৯ টাকায় ওঠানামা করে।
Comments