প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধিতে বাজার ইতিবাচক

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পাওয়ায় সবশেষ দুই কার্যদিবসে পুঁজিবাজারে ইতিবাচক গতি লক্ষ্য করা গেছে। এই দুই দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স সূচক বেড়েছে ১১৯ পয়েন্ট। লেনদেন প্রায় দেড়শো কোটি টাকা বেড়ে সাড়ে চারশো কোটির ঘরে পৌঁছেছে। ডিএসইতে আজ লেনদেনের শুরু থেকেই শেয়ার কেনার চাপ লক্ষ্য করা গেছে। পুঁজিবাজারের স্থিতিশীলতা ফেরাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে তিন হাজার কোটি টাকা ঋণ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত ১২ ডিসেম্বর এই অর্থ আইসিবির একাউন্টে জমা হয়েছে। বাজারের ইতিবাচক গতি প্রকৃতি দেখে ধারণা করা যাচ্ছে, আইসিবি শেয়ার কেনা শুরু করেছে।
আজ ডিএসইতে ৫৩ শতাংশ বা ২১০টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইএক্স সূচক ৪৫ পয়েন্ট, ডিএসইএস সূচক ১৪ পয়েন্ট ও ডিএস ৩০ সূচক ২১ পয়েন্ট উর্ধ্বমুখী অবস্থানে স্থির হয়। ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৫৯ হাজার ৬৫০ কোটি টাকা।
খাতভিত্তিক লেনদেনে আজ ওষুধ ও রসায়ন খাতে সবচেয়ে বেশি শেয়ারের দর বেড়েছে। এ খাতে ৭৬ শতাংশ কোম্পানির দর ইতিবাচক ছিল। বস্ত্রখাতে বিক্রির চাপ বেশি থাকলেও টেলিযোগাযোগ, সেবা ও আবাসন, তথ্য প্রযুক্তি খাত, প্রকৌশল খাত দরবৃদ্ধির দিক থেকে এগিয়ে ছিল। ক্ষুদ্র খাতগুলোতেও ছিল শেয়ার কেনার প্রতিযোগিতা। পাট খাত, ভ্রমণ ও অবকাশ, চামড়া খাত দরবৃদ্ধির দিক থেকে বেশি এগিয়ে ছিল।
ওষুধ ও রসায়ন খাতের ওরিয়ন ইনফিউশনের ৩৫ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে শীর্ষে উঠে আসে। লেনদেনের শীর্ষ দশের তালিকায় উঠে আসে এ খাতের স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, অ্যাকমি ল্যাব। এছাড়া বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জিপিএইচ ইস্পাত, সায়হাম কটন, রবি, অ্যাসোসিয়েট অক্সিজেন ও এনআরবি ব্যাংক লেনদেনে শীর্ষ দশের তালিকায় অবস্থান করে।
৯ দশমিক ৯৬ শতাংশ বেড়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশন দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে জিপিএইচ ইস্পাতের দর। এরপরের অবস্থানগুলোতে ছিল ওরিয়ন ইনফিউশন, অ্যাসোসিয়েট অক্সিজেন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, রূপালী ব্যাংক।
দরপতনের শীর্ষে থাকা মেঘনা পেট্রোলিয়ামের দর ৭ দশমিক ১১ শতাংশ কমেছে। এরপরের অবস্থানগুলোতে ছিল জাহিন স্পিনিং, মিরাকল ইন্ডাস্ট্রিজ, নিউলাইন ক্লোথিং, তুংহাই নিটিং।
চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৪৪ দশমিক ১৯ পয়েন্ট এবং সিএসপিআই সূচক ৭৪ পয়েন্ট ইতিবাচক ছিল। সিএসইতেও সকাল থেকে শেয়ার কেনার চাপ লক্ষ্য করা গেছে। ১৯২ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ৫৬টির দর। লেনদেন হয়েছে ৯ কোটি ৭৫ লাখ টাকা। ৪ কোটি টাকা লেনদেন হয়ে বাজারে নেতৃত্ব দেয় জিপিএইচ ইস্পাত। এরপরের অবস্থানগুলোতে ছিল ইনডেক্স অ্যাগ্রো, বেক্সিমকো গ্রিন সুকুক, বিএসসি, সোনালি লাইফ। ১০ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড। পরবর্তী অবস্থানগুলোতে ছিল হামি ইন্ডাস্ট্রিজ, বীকন ফার্মা, বিএসসি, জিপিএইচ ইস্পাত। দরপতনের শীর্ষ দশের তালিকায় অবস্থান করে বাংলাদেশ মনোস্পুল পেপার, মেঘনা পেট্রোলিয়ম, আরামিট সিমেন্ট, ফ্যামিলি টেক্স, ফু ওয়াং সিরামিক।
Comments