প্রথম প্রান্তিকে লোকসানে ফু ওয়াং ফুড
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও সহযোগী খাতের কোম্পানি ফু-ওয়াং ফুডস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই'২৪-সেপ্টেম্বর'২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ০৫ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৩১ পয়সা। আগের বছরের তুলনায় শেয়ার প্রতি লোকসান কমেছে ২৬ পয়সা।
গত রোববার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থপ্রবাহ লোকসানে ছিল ০১ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ০৯ পয়সা । ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১ টাকা ৯৮ পয়সা।
বি ক্যাটাগরির ফু ওয়াং ফুড ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। দুর্বল কোম্পানিটি খুব সামান্য হারে লভ্যাংশ দিয়ে বি ক্যাটাগরিতে অবস্থান করছে। ১৫০ কোটি টাকা অনুমোদিত ও ১১০ কোটি টাকা পরিশোধিত মূলধনের কোম্পানির রিজার্ভে লোকসান ৮৫ কোটি ৮৮ লাখ টাকা।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ০১ পয়সা, যা গত বছরের একই সময়ে ০৯ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১ টাকা ৯৮ পয়সা।