তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে যা বললেন বিসিবির প্রধান নির্বাচক
অবশেষে মাঠে ফিরেছেন তামিম ইকবাল। এরই মধ্যে এনসিএল টি-টোয়েন্টিতে দুটি হাফসেঞ্চুরিও করেছেন। সাবেক এই টাইগার অধিনায়ক রোববার (১৬ ডিসেম্বর) সিলেট থেকে ঢাকায় ফিরেছেন। এবার আলোচনা উঠেছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশসেরা এই এই ওপেনারের খেলা নিয়ে।
এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমে বলেন, তামিম ইকবাল খেলা শুরু করেছেন এটা আশার খবর। আমার বিশ্বাস এটাও অতি দ্রুত অবহিত হব যে, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সে অ্যাভেইলেবল থাকবে কি না। যদি থাকে তাহলে সেটা দারুণ ব্যাপার হবে।'
তিনি বলেন, এর আগে ভিন্ন একটা বোর্ড ছিল, সেখানে মত-পার্থক্য ছিল, অনেক ইস্যু ছিল। কিন্তু আমার বিশ্বাস নতুন বোর্ডের অধীনে একটা তো আশার আলো দেখাই যাচ্ছে, তিনি ক্রিকেটের মাঠে ফিরে এসেছেন।
তামিমের জাতীয় দলে ফেরা বিষয়ে নির্বাচক কমিটি আলোচনা করবে বলেও জানান গাজী আশরাফ লিপু, 'প্রত্যাশা অনুযায়ী একটা বড় আসরের জন্য নিজেকে প্রস্তুত করছে। এখানে আমরা তার সঙ্গে নিশ্চয়ই আলাপ করার মতো পর্যায়ে চলে গেছি। আমার বিশ্বাস সেটার জন্য বোর্ড এবং নির্বাচক দুই পক্ষের সমন্বিতভাবে বসে আলাপ করাটা সমাধানের রাস্তা বিস্তৃত করবে।
এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে তামিমকে ফিটনেস আরও উন্নত করতে হবে বলেও পরামর্শ দিয়েছেন প্রধান নির্বাচক, 'একটা ক্রিকেটার যখন এতদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলছে সে নিশ্চয়ই জানে বৈশ্বিক আসরে খেলার জন্য নিজেকে কীভাবে শাণিত ও প্রস্তুত করতে হয়। যে ধরনের সহযোগিতা সে আশা করে, বোর্ড তাকে দেবে।'