৫ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দিল্লি
ফের পাঁচ ডিগ্রির নিচে নামল দিল্লির তাপমাত্রা। ছুটির সকালেও শীতে জবুথবু ভারতের রাজধানী। রোববার (১৫ ডিসেম্বর) ভোরে নয়াদিল্লি এর আশপাশের এলাকার তাপমাত্রা ৫ ডিগ্রির নিচে নেমেছে। ভোরে দিল্লিতে সর্বনিম্ন ৪.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করার কথা জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর।
এ নিয়ে গত এক সপ্তাহে তিনবার ৫ ডিগ্রির নিচে নামল দিল্লির তাপমাত্রা। গত কয়েক দিনে তাপমাত্রা এক ধাক্কায় তিন ডিগ্রি নেমেছে।
গত বৃহস্পতিবার ভোরে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৫ ডিগ্রি। চলতি মৌসুমে এখন পর্যন্ত সেটিই ছিল দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা। এরপর রোববার ফের ৫ ডিগ্রির নিচে নামল তাপমাত্রার পারদ।
আবহাওয়া অধিদফতরকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গত ১৪ বছরের মধ্যে এই প্রথম ডিসেম্বরে দিল্লির তাপমাত্রা এতটা কমল।
আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, গত কয়েক দিন ধরেই শৈত্যপ্রবাহ চলছে দিল্লিতে। রোববারও তার ব্যতিক্রম ছিল না। শুধু দিল্লিই নয়, পাশাপাশি রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশসহ উত্তর ভারতের একাধিক রাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, রাজস্থানের কোনো কোনো অংশে সোমবার পর্যন্ত শৈত্যপ্রবাহ চলতে পারে। তবে শীত বাড়লেও বাতাসের গুণমানে বিশেষ হেরফের হয়নি। বরং শনিবারের তুলনায় আরও কমেছে বাতাসের গুণমান। ঘন ধোঁয়াশায় হ্রাস পেয়েছে দৃশ্যমানতা। শনিবার সকাল ৭টা নাগাদ দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ২১২।
রোববার একই সময়ে বাতাসের গুণমান ২৪৬-এ এসে ঠেকেছে। আনন্দবিহারে একিউআই ২৯২, আলিপুরে ২৫৬, বাওয়ানায় ২৯৮ এবং বুরারিতে ২৮৮।
অন্যদিকে পশ্চিমবঙ্গেও চিত্রটা অনেকটা একই রকম। রোববার কলকাতার তাপমাত্রাও ১২ ডিগ্রির ঘরে নেমে গেছে। পুরুলিয়ায় পারদ নেমেছে ৫.৯ ডিগ্রিতে! ঠান্ডায় উত্তরবঙ্গকেও টেক্কা দিচ্ছে পশ্চিমের জেলাগুলো। পৌষ মাস পড়ার আগে ডিসেম্বরে শেষ কবে কলকাতায় এমন ঠান্ডা পড়েছিল, তা মনে পড়ছে না শহরবাসীরও।