হ্যামিলটনে দ্রুত ৫ উইকেট হারিয়ে মহাবিপদে ইংল্যান্ড

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে জিতেই ১৬ বছর পর কিউইদের মাটিতে সিরিজ জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড। দুই দল গতকাল মাঠে নেমেছে সিরিজের তৃতীয় টেস্টে। হ্যামিলটনে আগে ব্যাট করে প্রথম ইনিংসে স্বাগতিকরা করে ৩৪৭ রান। এরপর ব্যাট করতে নেমে রীতিমত ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা, ম্যাট হেনরি, উইল ওরুর্কে ও মিচেল স্যান্টনারদের বোলিং তোপে ১৪৩ রানেই অলআউট হয়েছে বেন স্টোকসের দল।
হ্যামিল্টনে আগে ব্যাট করতে নেমে প্রথম দিনে ৯ উইকেটে ৩১৫ রান করে নিউজিল্যান্ড। মিচেল স্যান্টনারের ৭৬ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে আজ দ্বিতীয় দিনে স্কোরবোর্ডে যোগ হয় ৩৩২ রান। এর আগে প্রথম দিনে ফিফটি করেছিলেন টম ল্যাথাম, এছাড়া উইল ইয়াং ৪২, কেইন উইলিয়ামসনের ৪৪ রানের ইনিংসের সুবাদে প্রথম ইনিংসে কিউইদের স্কোরবোর্ডে যোগ হয় ৩৪৭ রান।
এরপর প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে ইংল্যান্ডের শুরুটা ভালো হয়নি। দলীয় ৩২ রানেই ওপেনার জ্যাক ক্রলি সাজঘরে ফিরেন। ক্রলির পর আরেক ওপেনার বেন ডাকেটকেও সাজঘরের পথ দেখান কিউই পেসার ম্যাট হেনরি।
দুই ওপেনারকে হারানোর পর ইংল্যান্ড ব্যাটাররা পরে ওরুর্কের তোপের সামনে। কিউই এই পেসার জ্যাকব বেথেল, জো রুট ও হ্যারি ব্রুকের উইকেট। ৮২ রানে ৫ উইকেট হারিয়ে তখন চাপে ইংলিশরা। এরপর দলের হারল ধরেছিলেন বেন স্টোকস ও ওলি পোপ। তবে পোপ ইনিংস বড় করতে পারেননি, তিনি দলীয় ১৩৪ রানে আউট হন।
পোপ ফেরার পরই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংলিশরা। এরপর স্কোরবোর্ডে আর ৯ রান তুলতেই একে একে ফিরে যান স্টোকসসহ ইংল্যান্ডের বাকি ৫ ব্যাটার। ১৪৩ রানেই থামে সফরকারীদের ইনিংস। ২০৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমেছে কিউইরা।
Comments