গ্রিস উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিখোঁজ শতাধিক
গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসে দুটি নৌকা ডুবে একজন নিহতের পাশাপাশি শতাধিক নিখোঁজ হয়েছেন। লিবিয়া থেকে একসঙ্গে রওনা হওয়া নৌকা দুটি ইউরোপে দিকে যাচ্ছিল।
শনিবার (১৪ ডিসেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ইতালীয় একটি ফ্রিগেট ও হেলিকপ্টার ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে। আরও উদ্ধার জাহাজ ওই এলাকার দিকে যাচ্ছে।
ইতিমধ্যে ডুবে যাওয়া মাল্টার পতাকাবাহী একটি কার্গো জাহাজ গাভদোস থেকে ৪৭ জনকে উদ্ধার করা হয়েছে। দ্বীপ থেকে প্রায় ২৮ নটিক্যাল মাইল দূরে একটি ট্যাঙ্কার থেকে আরও ৮৮ জনকে উদ্ধার করেছে।
২০১৫-২০১৬ সালে মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়া থেকে প্রায় এক মিলিয়ন অভিবাসী গ্রিসে যায়। তাদের বেশিরভাগই সমুদ্র পাড়ি দেওয়ার বিপজ্জনক পথ বেছে নিয়েছিল।
মধ্য ভূমধ্যসাগরে তুলনামূলকভাবে বিচ্ছিন্ন ক্রিট এবং গাভদোস উপকূলে নতুন করে অভিবাসী বেড়েছে। অভিবাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রিসে এ বছর যুদ্ধ ও দারিদ্র্য থেকে পালিয়ে আসা মানুষের সংখ্যা ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে সমুদ্র পাড়ি দেওয়ার সময় বেশ কয়েকটি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। নভেম্বরের শেষের দিকে সামোস দ্বীপের উত্তরে ৮ জন মারা যায়। ওই রুটটি প্রায়শই মানব পাচারকারীরা ব্যবহার করে।