ওয়ানডে সিরিজের নেতৃত্বেও থাকছেন মিরাজ
ইনজুরি থেকে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পুরোপুরি সেরে না ওঠায় ওয়ানডে সিরিজেরও নেতৃত্বে থাকছেন মেহেদী হাসান মিরাজ। এক বছর পর দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। দলে নতুন মুখ পারভেজ হোসেন ইমন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য সোমবার (২ ডিসেম্বর) মিরাজের নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরির কারণে শান্তর সঙ্গে দল থেকে ছিটকে গেছেন তাওহীদ হৃদয়ও। বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান ও জাকির হাসান।
আগেই জানা গিয়েছিল টেস্ট সিরিজের পর উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও থাকছেন না নিয়মিত অধিনায়ক শান্ত। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন কুঁচকির চোটে পড়েছিলেন তিনি। আপাতত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যদিয়ে যাচ্ছেন। পুরোপুরি সেরে না ওঠায় তাকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছে না বিসিবি। ফলে শান্তর অনুপস্থিতিতে টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজেরও নেতৃত্ব থাকছে মিরাজের কাঁধে।
এদিকে শান্তর মতো কুঁচকির চোটে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকা হচ্ছে না তাওহীদ হৃদয়ের। বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী তার অবস্থা জানিয়ে বলেন, 'হৃদয়ের ডান কুঁচকিতে ব্যথা রয়েছে। পরবর্তী পরীক্ষায় তার অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। আমরা তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছি। দুই সপ্তাহ পর ফের তার পরীক্ষা হবে। তখন খেলার জন্য প্রস্তুত কিনা জানা যাবে।'
শান্ত-হৃদয়দের অনুপস্থিতিতে এক বছর পর দলে ফিরেছেন বাঁহাতি অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। সবশেষ গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন তিনি।
আফিফের ফেরার দিনে ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান ও জাকির হাসান। ওয়ানডে দলে প্রথমবার ডাক পেয়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। আফগানিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজে দারুণ বোলিং করে উইন্ডিজের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচে সুযোগ পাচ্ছেন পেসার নাহিদ রানা। ওই সিরিজে খুব একটা দ্যুতি ছড়াতে না পারলেও ফের সুযোগ পেয়েছেন সৌম্য সরকার।
টেস্ট সিরিজ শেষে আগামী ৮ ডিসেম্বর মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। একদিন বিরতি দিয়ে দ্বিতীয় ওয়ানডে আর তৃতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে ১২ ডিসেম্বর। সবগুলো ম্যাচ সেন্ট কিটসে বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।