উভয় বাজারে সূচক ও লেনদেন ঊর্ধ্বমুখী

উভয় পুঁজিবাজারে আজ ইতিবাচক গতিতে লেনদেন হয়েছে। সবকটি সূচকের উত্থানের পাশাপাশি লেনদেনেও ছিল ইতিবাচক গতি। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৫০০ কোটি টাকার বেশি। চট্টগ্রাম এক্সচেঞ্জেও সূচকের পাশাপাশি লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। তবে সিএসই ৩০ ও ৫০ সূচক নেতিবাচক অবস্থানে ছিল। ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
ডিএসইতে আজ প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৬ দশমিক ৮৯ পয়েন্ট। ডিএসইএস সূচক ২ দশমিক ৮৯ পয়েন্ট এবং ডিএস ৩০ সূচক বেড়েছে ২ দশমিক ৪৭ পয়েন্ট। লেনদেন হয় ৫০০ কোটি টাকার। ২১ কোটি ২৪ লাখ ২৮ হাজার ৩৯১টি শেয়ার ১ লাখ ৬৪ হাজার ৪৪৯ বার হাতবদল হয়। মোট ৩৯৭টি কোম্পানির মধ্যে ২৩৮টি বা ৬০ শতাংশের দর বেড়েছে। কমেছে ৯৮টির, অপরিবর্তিত ছিল ৬১টি কোম্পানির দর। বাজার মূলধন ছিল ৬ লাখ ৬৫ হাজার কোটি টাকা।
৩০ কোটি ৫২ লাখ টাকা লেনদেন হয়ে বাজারে নেতৃত্ব দেয় এনআরবি ব্যাংক। এ কোম্পানির শেয়ারের দর ৩ টাকা ১০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ১৪ টাকা ১০ পয়সায়। লেনেদেনের শীর্ষ দশে থাকা বাকি কোম্পানিগুলো হচ্ছে এমারেল্ড অয়েল, জেনেক্স ইনফোসিস, টেকনো ড্রাগ, অগ্নি সিস্টেমস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ফার ইস্ট নিটিং, যমুনা অয়েল, মিডল্যান্ড ব্যাংক, প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড।
আজ দরবৃদ্ধিতে এগিয়ে ছিল বীমা খাত। এ খাতে প্রায় ৯১ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এরপরে ওষুধ ও রসায়ন এবং বস্ত্র খাতে ৬০ শতাংশের বেশি কোম্পানির দর বেড়েছে। ১০ শতাংশ দর বেড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে বস্ত্রখাতের সিএনএ টেক্স। এরপরের অবস্থানগুলোতে ছিল প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সিনোবাংলা, ড্রাগন সোয়েটার, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিবিএস, এমএল ডায়িং, দেশ গার্মেন্টস, বিডি থাই ফুড, সিলভা ফার্মাসিউটিক্যালস।
দরপতনে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে শ্যামপুর সুগার মিল, ফারইস্ট ফ্যাইন্যান্স, নিউলাইন ক্লোদিং, লিবরা ইনফিউশন, মন্নু অ্যাগ্রো, জুট স্পিনিং, এমারেল্ড অয়েল, ডরিন পাওয়ার, ট্রাস্ট ব্যাংক, নাহি অ্যালুমিনিয়াম।
অপরদিকে সিএসইতে ১৯১ কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ৫৭টির, অপরিবর্তিত ছিল ২৬ কোম্পানির দর। সিএসইতে লেনদেন হয় ৬ কোটি ৫১ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৬৬ লাখ টাকা। সিএসসিএক্স সূচক বেড়েছে ১০ দশমিক ৯৪ পয়েন্ট। সিএএসপিআই সূচক ঊর্ধ্বমুখী ছিল ২৩ দশমিক ৯১ পয়েন্ট, সিএসআই সূচক ৩ দশমিক ৭৫ পয়েন্ট বেড়েছে। তবে সিএসই ৩০ ও ৫০ সূচক নিম্নমুখী ছিল।
সিএসইতে সবচেয়ে বেশি ১ কোটি টাকা লেনদেন হয় সোনালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার। লেনদেনে শীর্ষ অপর কোম্পানিগুলো হচ্ছে এনআরবি ব্যাংক, রবি, ফাইন ফুডস, টেকনো ড্রাগ, এমারেল্ড অয়েল, গোল্ডেন সন, কনফিডেন্স সিমেন্ট, মির আখতার ও এসিআই ফরমুলা।
দরবৃদ্ধিতে এগিয়ে ছিল সোনালি লাইফ, এনআরবি ব্যাংক, বিএসসি, ফাইন ফুডস, রবি, লোভেলো আইসক্রিম। পতনের শীর্ষে ছিল ফিনিক্স ইন্স্যুরেন্স, নিউলাইন, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
Comments