গ্রেনেড হামলার সঙ্গে বিএনপি জড়িত ছিলো না: মির্জা আব্বাস
'বিদেশি শক্তির মাধ্যমে ২১ আগস্ট হামলা চালানো হয়েছিল' এমন দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি এর সঙ্গে (গ্রেনেড হামলা) জড়িত ছিল না। এ ঘটনায় তারেক রহমানকে জড়িয়ে মিথ্যা মামলা দেয়া হয়।
রোববার (১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ন্যায় বিচারের সময় এসেছে, সব মিথ্যা মামলা থেকে বিএনপি খালাস পাবে।
২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশ গ্রেনেড হামলার ঘটনায় করা মামলায় আপিলে খালাস দেওয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ মামলার সব আসামিকে। একইসঙ্গে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশ গ্রেনেড হামলার ঘটনায় করা মামলার অভিযোগপত্র অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এছাড়া এই মামলার বিচার অবৈধ ছিল বলে আদালতের পর্যবেক্ষণে বলা হয়।
সকালে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করেন।
মির্জা আব্বাস আরও বলেন, গত ১৫ বছরে সঠিক ইতিহাস ডাস্টবিনে ফেলে দিয়েছে আওয়ামী লীগ। তারা ইতিহাস বিকৃত করেছে।
তিনি বলেন, স্বাভাবিকভাবে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়লে দেশের অবস্থা আজ এমন হতো না। বিএনপি আশা করছে বর্তমান সরকারের হাত দিয়ে দেশে গণতন্ত্র ফিরে আসবে। তবে বর্তমান সরকারকে বিব্রত করতে একটা অশুভ ষড়যন্ত্র চলছে। প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে অনেকে ভুল পথে নেয়ার চেষ্টা করলেও বিএনপি বর্তমান সরকারকে সঠিক পথে রাখার চেষ্টা করছে।
মির্জা আব্বাস বলেন, দেশে ও বিদেশ থেকে অনেকে বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে ট্যাগ দেওয়ার চেষ্টা করছেন। বিএনপি ও আওয়ামী লীগ এক সঙ্গে যেতে পারে না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দিকে চোখ তুলে তাকিয়েছে ভারত।
Comments