বাতিল হলো নুহাশের সিনেমার ৫০ লাখ টাকার সরকারি বরাদ্দ
নির্মাতা নুহাশ হুমায়ূনের সিনেমার জন্য ৫০ লাখ টাকার সরকারি বরাদ্দ বাতিল করেছে মন্ত্রণালয়। এতে আশাহত হলেও বিচলিত নয় 'মুভিং বাংলাদেশ' টিম।
চার বছর আগে একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা নুহাশ হুমায়ূন। সিনেমাটির নাম 'মুভিং বাংলাদেশ'। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে এমন সিনেমায় তখন আগ্রহ প্রকাশ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। সিনেমাটির জন্য অর্থ তহবিল হিসেবে বরাদ্দ দেয় ৫০ লাখ টাকা।
তবে 'মুভিং বাংলাদেশ' শিরোনামের সিনেমাটিতে তখন অর্থ বরাদ্দ দিতে রাজি হলেও এখন আর রাজি নয় মন্ত্রণালয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময়ে ২০২২ সালে চিত্রনাট্য পড়ে সিনেমাটির জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ ঘোষণা করে। তবে আগে তারা আগ্রহী হলেও এখন সেই সিনেমাটিতে কোনো অর্থ বরাদ্দ দেয়া হবে না।
সরকারি বরাদ্দ বাতিল প্রসঙ্গে মুভিং বাংলাদেশ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান গুপীবাঘা বলছে, বরাদ্দ বাতিলের খবরে বিচলিত নয় প্রতিষ্ঠানটি। প্রযোজক আরিফুর রহমান জানান, মুভিং বাংলাদেশ বানানোর জন্য যে পরিমাণ অর্থ দরকার, সেখানে ৫০ লাখ টাকা খুবই সামান্য। তাছাড়া দেশ-বিদেশের প্রযোজকরা সিনেমাটির সঙ্গে এখনো যুক্ত হতে চান, তাই বরাদ্দ বাতিল হওয়ায় সিনেমা নির্মাণে কোনো বাধা হবে না।
প্রসঙ্গত, তাইওয়ানের তাইপে ফিল্ম কমিশনের ১ কোটি ৭ লাখ টাকার বেশি তহবিল পেয়ে প্রথম আলোচনায় আসে নুহাশের'মুভিং বাংলাদেশ'। এরপর বিভিন্ন আন্তর্জাতিক উৎসব থেকে নানা অর্থ সহযোগিতা পেয়েছে সিনেমাটি।