দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান গ্রেপ্তার, আজ তোলা হবে আদালতে
বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান। গত ১৯ জুলাই উত্তরার একটি হত্যাচেষ্টার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান তিনি।
জানা গেছে, বিমানবন্দর থানার একটি হত্যাচেষ্টা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শনিবার রাত ৯টার দিকে আরিফ হাসানকে আটক করা হয়। পরে তাকে ডিবি পুলিশের মিন্টু রোডের কার্যালয় নেওয়া হয়েছে।
গত ১৯ জুলাই হত্যাচেষ্টার ঘটনায় সজিব নামে এক ব্যক্তির করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। রোববার তাঁকে আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ।
আরিফ হাসান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সাধারণ সম্পাদক। তাঁর নামে একাধিক মামলা রয়েছে।