লাল বলের ক্রিকেটকে বিদায় জানালেন ইমরুল কায়েস
টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক সময়ের নির্ভরযোগ্য ওপেনার ইমরুল কায়েস। নিজের ফেসবুক পেইজে লাল বলের ক্রিকেটকে বিদায় জানানোর বার্তা দিয়েছেন এই বাঁহাতি।
ফেসবুক পেইজে একটি প্রোমো ভিডিও পোস্ট করে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ৩৭ বছর বয়সী এই ওপেনার। সেই ভিডিওতেই জানিয়েছেন, আগামী ১৬ নভেম্বর ইমরুল তার টেস্ট ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছেন। একই সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটকেও বিদায় বলছেন ইমরুল।
সেই ভিডিওতে বাংলাদেশের সকল ক্রিকেটপ্রেমী দর্শককে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে ইমরুল বলেন, 'আমি খুব শীঘ্রই আমার ক্যারিয়ারের একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আগামী ১৬ নভেম্বর আমি আমার টেস্ট ক্যারিয়ারে সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। সেই সাথে ফার্স্ট ক্লাস ক্যারিয়ারেরও সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি।'
অবসরের সিদ্ধান্তকে তার ১৭ বছরের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন আবেগের মুহূর্ত বলে আখ্যায়িত করেন ইমরুল।
তবে সেই ভিডিওটি মূলত একটি প্রমো। ভিডিওর শেষে 'কামিং সুন' লেখা দেখিয়ে কিছুটা রহস্য রেখেই দিয়েছেন জাতীয় দলের এক সময়ের এই ওপেনার।
২০০৮ সালের ১৪ অক্টোবর চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকের মাধ্যমে জাতীয় দলের হয়ে পথচলা শুরু ইমরুল কায়েসের। একই বছর নভেম্বরের ১৯ তারিখে টেস্ট ক্রিকেটেও অভিষেক হয় এই বাঁহাতির। ব্লুমফন্টেইনে সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। ২০১০ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় ইমরুলের।
অভিষেকের পর একটা সময় পর্যন্ত তামিম ইকবালের সঙ্গে ওপেনিং জুটিতে আস্থার জায়গা হয়ে উঠেছিলেন ইমরুল। কিন্তু এক সময় দলে অনিয়মিত হয়ে পড়েন। ২০১৯ সালে ইডেন গার্ডেনে ভারতের বিপক্ষে সবশেষে টেস্ট খেলেন তিনি। ওয়ানডে (২০১৮) ও টি-টোয়েন্টিতে (২০১৭) বাদ পড়েন আরও আগে।
৩৯ টেস্টের ক্যারিয়ারে ২৪.২৮ গড়ে ১৭৯৭ রান করেছেন ইমরুল। নামের পাশে ৩টি সেঞ্চুরি ও ৪টি হাফ সেঞ্চুরি আছে তার। টেস্টের চেয়ে ওয়ানডেতে ঢের উজ্জ্বল ইমরুল। ৭৮ ম্যাচে ৩২.০২ গড়ে ২৪৩৪ রান করেছেন তিনি। ৪টি সেঞ্চুরি ও ১৬টি অর্ধশতক আছে এই ফরম্যাটে তার। তবে টি-টোয়েন্টিতে নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। ১৪টি টি-টোয়েন্টি খেলে মাত্র ৯.১৫ গড়ে ১১৯ রান করেছেন তিনি।