কবে আসবে অ্যান্ড্রয়েড ১৬?
সারাবিশ্বের জনপ্রিয় স্মার্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের সবশেষ সংস্করণ কবে বাজারে আসবে, তা নিয়ে তথ্য প্রকাশ করেছে গুগল। ২০২৫ সালের দ্বিতীয় ত্রৈমাসে অবমুক্ত হবে অ্যান্ড্রয়েড ১৬ সংস্করণ। অর্থাৎ সামনের বছর এপ্রিল থেকে জুনের মধ্যে নতুন সংস্করণ সামনে আসবে।
অ্যান্ড্রয়েড সংস্করণ অবমুক্তের বিষয়ে গুগল জানায়, নতুন ডিভাইস উন্মোচনের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রাখতেই এমন সিদ্ধান্ত। অনেক ব্র্যান্ডের স্মার্টফোন নির্মাতা অ্যান্ড্রয়েড ১৬ সংস্করণ হিসাব করে তাদের ডিভাইসের ডিজাইন ও উন্মোচন পরিকল্পনা করছেন।
যারা এখন অ্যান্ড্রয়েডের পুরোনো সংস্করণ ব্যবহার করছেন, তারা নতুন সংস্করণ ব্যবহারের সুযোগ পাবেন। অ্যান্ড্রয়েড ১৬ সংস্করণ ফোনে অন্তর্ভুক্ত হলে কিছু অ্যাপ আপডেটের প্রয়োজন হতে পারে। অ্যাপ ডেভেলপারদের এপিআইয়ে পরিবর্তন আনতে হতে পারে। অ্যান্ড্রয়েড ১৬ সংস্করণে অতিরিক্ত কী কী ফিচার থাকবে, সে ব্যাপারে এখনও সুস্পষ্ট কিছু জানায়নি গুগল।
প্রসঙ্গত, ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম প্রথম আত্মপ্রকাশ করে।