দেড়শর ঘরে অলআউট হয়ে ফলো অনে বাংলাদেশ
বাংলাদেশ তখন ঘোর বিপদে। ৪৮ রানে ৮ উইকেট খুইয়ে রীতিমতো কাঁপছিল স্বাগতিকরা। ফলো অন তো বটেই, নানা লজ্জার রেকর্ডের শঙ্কাও মাথাচাড়া দিয়ে উঠেছিল।
তবে মুমিনুল হক আর তাইজুল ইসলাম মিলে সে শঙ্কা ধামাচাপা দিয়েছিলেন, আজ তৃতীয় দিনে লাঞ্চের আগে দুজন মিলে নবম উইকেটে তুলেছেন ৮৯ রান। তাতেই ৮ উইকেট খুইয়ে ১৩৭ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত ফলো অন এড়াতে ব্যর্থ হলো টাইগাররা।
লাঞ্চ বিরতির পর বেশিক্ষণ টিকতে পারল না বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৫৯ রানে অলআউট হয়ে গেছে টাইগাররা। বাংলাদেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলা মুমিনুল আউট হয়েছেন ৮২ রানে। আর তাইজুল ৩০ রান করে সাজঘরে ফিরেছেন।
এই টেস্টে ফলোঅন এড়াতে হলে বাংলাদেশকে প্রথম ইনিংসে অন্তত ৩৭৬ রান করতে হতো, যা করতে বিফল হয়েছে নাজমুল শান্তর দল। কিছুক্ষণ পর আবারও ব্যাটিংয়ে নামবে টাইগাররা। দক্ষিণ আফ্রিকা থেকে ৪১৬ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোরঃ
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংসঃ ৫৭৫/৬ ডি (১৪৪.২ ওভার)
বাংলাদেশ ১ম ইনিংসঃ ১৫৯ (৪৫.২ ওভার)