বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটির নতুন প্রধান হলেন ফাহিম
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তনের দেখা মিলে দেশের প্রায় সকল ক্ষেত্রেই। দেশের ক্রীড়াঙ্গনেও এসেছে ব্যাপক পরিবর্তন। ক্রিকেট বোর্ড থেকে ফুটবল ফেডারেশন, সবখানেই লেগেছে পরিবর্তনের হাওয়া।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) রাজনৈতিক দলের আধিপত্য ভেঙে গড়েছে নতুন ভাবে। বিসিবির নেতৃতে এসেছে বড় পরিবর্তন। এবার এবার পরিবর্তন আসছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার গঠনতন্ত্রেও।
বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমকে প্রধান করে গঠনতন্ত্র সংশোধন কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। বুধবার (৩০ অক্টোবর) বোর্ড সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।
বুধবার রাতে গণমাধ্যমকে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দেশের তিনটি টেস্ট ভেন্যু—মিরপুর, চট্টগ্রাম ও সিলেটে আধুনিক জিম তৈরির সিদ্ধান্ত নেয়া হয়েছে বোর্ড সভায়।
একই সভায়, টানা তিন বা তার বেশি বোর্ড সভায় অনুপস্থিত থাকায় ১১ পরিচালকের সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা হলেন নাজমুল হাসান পাপন, ইসমাইল হায়দার মল্লিক, ওবেদ নিজাম, তানভীর আহমেদ টিটু, আ জ ম নাছির উদ্দীন, গাজী গোলাম মোর্ত্তজা, শেখ সোহেল, নজীব আহমেদ, মঞ্জুর কাদের, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম ও শফিউল আলম চৌধুরী নাদেল।
বিপিএলের নতুন সূচিও প্রকাশ করেছে বিসিবি। আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএল ১১তম আসর। আর ফাইনাল হবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি।