তাইজুলের ফাইফারে ঘুরে দাড়াচ্ছে টাইগাররা
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে ব্যাট হাতে শাসন করেছে দক্ষিণ আফ্রিকা। টনি ডি জর্জি ও ত্রিস্তান স্ট্যাবসের শতকে রানের পাহাড়ে চড়েছে প্রোটিয়ারা। সারাদিন বল করে মাত্র দুটি উইকেট শিকার করতে সমর্থ হয় টাইগাররা। সাগরিকায় দ্বিতীয় দিনে আরও মারমুখি প্রোটিয়ারা। ডি জর্জি ছুটছিলেন দ্বিশতকের পথে। ডেভিড বেডিংহ্যামও দিচ্ছিলেন যোগ্য সঙ্গ। তবে অবশেষে সফলতা এলো তাইজুলের হাত ধরে।
বুধবার (৩০ অক্টোবর) এমএ আজিজ স্টেডিয়ামে দ্বিতীয়দিনের মতো ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত ১১০ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৪১৩ রান তুলেছে তারা। সবকটি উইকেট শিকার করেছেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম।
চট্টগ্রাম টেস্টে টাইগারদের বাকি বোলাররা সুবিধা করে উঠতে না পারলেও জ্বলে উঠেছেন তাইজুল। ডি জর্জি ও বেডিংহ্যামকে ফেরানোর পর তাইজুলের শিকার হলেন ত্রিস্তান স্টাবস এবং কাইল ভেরেইনও।
লাঞ্চ বিরতি পর্যন্ত সফরকারীরা বেশ বড় সংগ্রহের পথেই আছে। আজ দ্বিতীয় দিনের মধ্যে তাদের বাকি উইকেটগুলো না তুলে নিতে পারলে দক্ষিণ আফ্রিকার দলীয় সংগ্রহ ছুঁতে পারে পাঁচশর ঘর। তবে তা রুখে দিতে নিজেদের সেরাটাই করতে চাইবেন টাইগার বোলাররা।