দক্ষিণ আফ্রিকার উড়ন্ত সূচনা
টসে জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করাম ও টনি দে জর্জিকে নতুন বলের সুবিধা নিয়ে এখন পর্যন্ত বিপদে ফেলতে পারেননি বাংলাদেশের কোনো বোলারই। তিনজন বোলারকে এরইমাঝে আক্রমণে এনেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নাহিদ রানা, হাসান মাহমুদ কিংবা তাইজুল ইসলামরা ব্যর্থই হয়েছেন এক অর্থে।
সুযোগ যে বাংলাদেশ পায়নি, তেমনও না। হাসানের বলে টনি ডি জর্জি ব্যাটের বাইরের কানায় লেগে বল গিয়েছিল অভিষিক্ত উইকেটকিপার মাহিদুল ইসলামের পাশ দিয়ে। ডানদিকে ঝাঁপিয়ে পড়লেও ক্যাচটি নিতে পারেননি মাহিদুল। পুরো ইনিংসে ওই একটিই সুযোগ পেয়েছিল বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৮ ওভার শেষে ১০৯ রান, হারিয়েছে একটি উইকেট। অধিনায়ক মার্করামকে ফিরিয়েছেন তাইজুল ইসলাম।
সিরিজের প্রথম টেস্টে হারের পর এই টেস্টে জয় তুলে নেয়ার বিকল্প নেই বাংলাদেশের সামনে। বাঁচা-মরার এই ম্যাচে একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টিম বাংলাদেশ। জাকের আলী অনিক, লিটন কুমার দাস এবং নাইম হাসান বাদ পড়েছেন। তাদের পরিবর্তে একাদশে জায়গা করে নিয়েছেন মাহিদুল ইসলাম, জাকির হাসান এবং নাহিদ রানা। আর দক্ষিণ আফ্রিকা দলে এসেছে দুই পরিবর্তন। সেনুরান মাথুসামি এবং ডেইন পিটারসন জায়গা করে নিয়েছেন একাদশে।