প্রায় এক বছর পর মাঠে ফিরছেন নেইমার
গেল বছরের ১৮ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ম্যাচের ৪৪তম মিনিটে নিকোলাস দে লা ক্রুজের ধাক্কা খেয়ে পড়ে যান নেইমার জুনিয়র, চোট পান এসিএলে। ওই চোট এক বছরের জন্য মাঠের বাইরে রেখেছে ব্রাজিলিয়ান তারকাকে। লম্বা সময় পর আজ মাঠে ফিরছেন তিনি।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে বাংলাদেশ সময় আজ (সোমবার) রাত ১০টায় আল আইনের মুখোমুখি হবে নেইমারের আল হিলাল। কদিন আগে দলীয় অনুশীলনে যোগ দেয়া তারকাকে এ ম্যাচের স্কোয়াডে রেখেছে সৌদি ক্লাবটি। ৩২ বছর বয়সি ফুটবলারকে আজ মাঠে দেখাও যেতে পারে। শুরুর একাদশে জায়গা না মিললে অন্তত বদলি হিসেবে নামতে পারেন।
আবু ধাবি সফরে আল হিলালের সঙ্গী হয়েছেন নেইমার। তার ফেরার ঘোষণাও দিয়েছে ক্লাবটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আল হিলাল জানিয়েছে, তারা নেইমারের ফেরার খবরটি জানাতে পেরে খুবই খুশি। তিনি ফিরেছেন। ব্রাজিলিয়ান ফুটবলার সোমবার খেলার জন্য প্রস্তুত।
চোটপ্রবণ নেইমার মাঠে ফেরার মুখে দাঁড়িয়ে খুবই আবেগাপ্লুত। কান্নাজড়িত কণ্ঠে এই তারকা বলেন, 'আমি যতবার চোট পাই, ফিরেও আসি। কিন্তু মাঝপথে ফিরে আসি না।'
পিএসজি ছেড়ে বড় অংকের অর্থের বিনিময়ে গত বছর আল হিলালে যোগ দিয়েছিলেন নেইমার। দলবদল করে ক্লাবের জার্সিতে মাত্র ৫টি ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি, ১ গোলের পাশাপাশি করেছিলেন ৩ অ্যাসিস্ট। আগামী আগস্টে ক্লাবের সঙ্গে তার চুক্তি শেষ হবে।