উল্লাপাড়ায় যানজট নিরসনে উচ্ছেদ অভিযান
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরে যানজট নিরসন করতে মাঠে নেমেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক আবু সালেহ মোহাম্মদ হাসনাত।
বুধবার বিকেলে তিনি উল্লাপাড়া পৌরশহরের গুরুত্বপূর্ণ স্পট গুলিস্তান ও পুরাতন বাসষ্টান্ডের বিভিন্ন স্পট পরিদর্শনের পাশাপাশি অটোভ্যান, সিএনজি চালকদের নির্ধারিত স্থানে গাড়ি রাখার পরামর্শ দেন।
জানা যায়, তীব্র যানজটের কবলে পড়া উল্লাপাড়া পৌর শহরে রয়েছে নানা অব্যবস্থাপনা। সেখানে যানবাহন চলাচলে অনিয়মের পাশাপাশি সড়কের ধারে রয়েছে অনেক অবৈধ স্থাপনা।
বুধবার বিকেলে এসব অনিয়ম দূর করতে মাঠে নামেন ইউএনও। পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালান তিনি। যানজট নিরসনের লক্ষ্যে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও সরঞ্জামাদি উচ্ছেদ করেন।
এসময় তিনি বলেন, পুরাতন বাসষ্টান্ডে ভ্যান মোড়ে দাঁড়াবে না। সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ট্রাক পৌরসভার এলাকায় ঢুকতে পারবে না। অভিযানে উপস্থিত ছিলেন, পৌরসভার সচিব রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সাইদল ইসলাম মোগল সহ অন্যানোরা।