ট্রাম্পের উদ্বেগ: চীনের সাথে যুক্তরাজ্যের চুক্তি ঝুঁকিপূর্ণ
পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের ঘোষণা দিয়েছে চীন ও যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বেইজিংয়ের সঙ্গে চুক্তির বিষয়ে ঘোষণাও দিয়েছেন। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের সঙ্গে চুক্তি করা যুক্তরাজ্যের জন্য খুবই বিপজ্জনক হবে।
তিনদিনের চীন সফরে স্টারমার বৃহস্পতিবার শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। ঘোষণা দেওয়া হয়েছে, ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বেশ কয়েকটি চুক্তি করা হবে। এ বিষয়টি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে ডোনাল্ড ট্রাম্প বলেন, 'তাদের জন্য এমনটা করা খুবই বিপজ্জনক।'
ট্রাম্পের এই মন্তব্যের জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নম্বর ডাউনিং স্ট্রিট ইঙ্গিত দিয়েছে, স্টারমারের সফরের বিষয়ে ওয়াশিংটন আগে থেকেই জানতো। তাছাড়া, মার্কিন প্রেসিডেন্টও আগামী এপ্রিলে চীন সফর করবেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর চীন সফরে ভিসামুক্ত ভ্রমণ ও হুইস্কির ওপর শুল্ক কমানোর চুক্তির কথা সামনে এসেছে। পাশাপাশি ওষুধ শিল্পের বৃহৎ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা চীনে উৎপাদন কেন্দ্র স্থাপনের জন্য ১০ দশমিক ৯ বিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়েছে। গতকাল বেইজিংয়ে 'ইউকে-চায়না বিজনেস ফোরাম'-এর সভায় অংশ নিয়ে স্টারমার বলেন, 'আমরা আন্তরিকভাবে আলোচনা করেছি এবং প্রকৃতপক্ষে বেশ কিছু অগ্রগতি অর্জন করেছি। কারণ যুক্তরাজ্যের দেওয়ার মতো অনেক কিছু আছে।'
একইদিন একটি প্রামাণ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাজ্যের পাশাপাশি কানাডার উদ্দেশেও সতর্কবার্তা দেন ট্রাম্প। বলেন, আমার মনে হয় কানাডার জন্য এটি আরও বেশি বিপজ্জনক। তাদের অবস্থা ভালো নয়। তারা খুব খারাপ করছে। সমাধান হিসেবে চীনকে বাছাই করা ঠিক নয়।
সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বেইজিং সফর করে চীনের সঙ্গে শুল্ক সংক্রান্ত বাণিজ্য চুক্তি করেন। যেটি কার্যকর হলে অটোয়ার ওপর নতুন করে শুল্ক আরোপ করা হবে বলে হুমকি দিয়েছে ওয়াশিংটন।
Comments