বেনিনে অভ্যুত্থানের দাবি সেনাবাহিনীর, সরকার বলছে—পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে
পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে একদল সৈন্য রাষ্ট্রীয় টেলিভিশনে উপস্থিত হয়ে ক্ষমতা দখলের দাবি করেছেন। তবে দেশটির সরকার বলেছে, প্রেসিডেন্ট প্যাট্রিস তালনের প্রতি অনুগত বাহিনী অভ্যুত্থানের চেষ্টা নস্যাতে কাজ করছে। রোববার দেশটির সরকারের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সেনাবাহিনীর একাংশের এই পদক্ষেপকে দেশটিতে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি নতুন হুমকি হিসেবে দেখা হচ্ছে। গত মাসে গিনি-বিসাউয়ে সামরিক অভ্যুত্থানের পর ২০২০ সাল থেকে পশ্চিম ও মধ্য আফ্রিকায় নবম অভ্যুত্থানের ঘটনা এটি।
রোববার কমপক্ষে আটজন সৈন্য, যাদের কয়েকজন হেলমেট পরা ছিলেন, রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির হয়ে ঘোষণা দেন, কর্নেল টিগ্রি পাস্কালের নেতৃত্বাধীন একটি সামরিক কমিটি ক্ষমতা গ্রহণ করেছে এবং দেশের সব জাতীয় প্রতিষ্ঠান বিলুপ্ত করা হয়েছে। পাশাপাশি সংবিধান স্থগিত এবং আকাশ, স্থলপথ ও সমুদ্রবন্দর বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে সৈন্যদের ওই দলটি।
সৈন্যদের একজন বিবৃতি পাঠ করতে গিয়ে বলেন, সেনাবাহিনী বেনিনের জনগণকে সত্যিকার অর্থে একটি নতুন যুগের আশা দেওয়ার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ; যেখানেখানে ভ্রাতৃত্ব, ন্যায়বিচার এবং কাজের মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে।
Comments