কোটালীপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী পদযাত্রা
আগামী সংসদ নির্বাচন উপলক্ষে হাতপাখা প্রতীকের পক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার পৌর মার্কেট চত্বর থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে মনোনীত প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মারুফ শেখ পথযাত্রা শুরু করেন।
পথযাত্রাটি উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র ঘাঘর বাজার ঘুরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মো. ইয়াহিয়া মাহমুদ, কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি হাজী ফরিদ আহম্মেদ হাওলাদার, সাধারণ সম্পাদক মো. দ্বীন ইসলাম শেখ, পৌর সভাপতি মো. ইব্রাহিম মোল্লা, সেক্রেটারি রোমান শেখ, উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা জাকির হোসাইন ও সেক্রেটারি মো. নুর ইসলাম খান বক্তব্য রাখেন।
Comments