গ্রিসের উপকূলে অভিবাসী নৌকা ডুবে ১৮ জনের মৃত্যু
গ্রিসের দক্ষিণ উপকূলে নৌকা ডুবে ১৮ জন অভিবাসী প্রাণ হারিয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) একজন উপকূলরক্ষী কর্মকর্তা জানিয়েছেন দু'জনকে সমুদ্র থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ক্ষুদ্র দ্বীপ ক্রিসি থেকে ৪০ কিলোমিটার দূরে একটি তুর্কি পণ্যবাহী জাহাজ অভিবাসী নৌকাটি প্রথমে সনাক্ত করে। তারা দ্রুত গ্রীক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে।
কর্মকর্তা আরও জানান, বেঁচে যাওয়া ব্যক্তিদের ক্রিট দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে।
২০১৫-১৬ সালে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা হয়ে দশ লাখেরও বেশি মানুষ ইউরোপে প্রবেশের সময় গ্রীসের উপকূল ব্যবহার করেছে। প্রায়শই মারাত্মক দুর্ঘটনায় মৃত্যুর খবর পাওয়া যায়।
Comments