৯০ অভিবাসীকে নিয়ে মালয়েশিয়া-থাই সমুদ্রসীমায় নৌকাডুবি
মালয়েশিয়া-থাইল্যান্ডের সমুদ্রসীমায় ডুবে গেছে মিয়ানমার থেকে ছেড়ে যাওয়া অবৈধ অভিবাসীবাহী একটি নৌকা । এ নৌকায় ৯০ জন ছিলেন। যারমধ্যে বাংলাদেশি, মিয়ানমারের নাগরিক এবং রোহিঙ্গারা আছেন।
সংবাদমাধ্যম মালয়মেইল মালয়েশিয়ার কর্মকর্তাদের বরাতে রোববার (৯ নভেম্বর) জানিয়েছে, এখন পর্যন্ত ছয়জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এছাড়া মিয়ানমারের এক নারীর মরদেহ সমুদ্রে পাওয়া গেছে।
দেশটির কেদাহর পুলিশ প্রধান দাতুক আদজিল আবু শাহ বলেছেন, এই অভিবাসন প্রত্যাশীরা প্রায় ৩০০ জনের একটি দলে ছিলেন। প্রথমে তাদের বড় জাহাজে তোলা হয়। এরপর মানবপাচারকারীরা তাদের তিনটি ছোট নৌকায় তোলে। প্রত্যেক নৌকায় প্রায় ৯০ জন করে ছিলেন।
হারিয়ান মেট্রো নামে এক সংবাদমাধ্যমকে গতকাল রাতে এ পুলিশ কর্মকর্তা জানান, একটি নৌকা ডুবে গেছে। আর দুটি নৌকা এখন কোথায় আছে সেটি নিশ্চিত নয়।
যে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার তথ্য নিশ্চিত করেছেন আদজিল। তিনি বলেন, "প্রথমে উদ্ধার হওয়া ছয়জনের মধ্যে তিনজন মিয়ানমারের। পরবর্তীতে আরও তিনজনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুজন রোহিঙ্গা; অপরজন বাংলাদেশি। এছাড়া সাগরে ভাসমান অবস্থায় মিয়ানমারের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।"
এই অভিবাসনপ্রত্যাশীরা প্রায় এক মাস আগে জাহাজে করে যাত্রা শুরু করেন। তাদের প্রত্যেকে এই যাত্রার জন্য সাড়ে তিন লাখ টাকা করে দিয়েছেন বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
বাকি দুটি জাহাজ শনাক্ত ও আরও যেসব মানুষ নিখোঁজ আছেন তাদের উদ্ধারে অভিযান চালানো হবে বলে উল্লেখ করেন তিনি।
Comments