নিউইয়র্কে মেয়র নির্বাচনে ৩৩ জরিপে এগিয়ে মামদানি
নিউইয়র্ক সিটির মেয়র পদে ভোট হবে আগামী মঙ্গলবার। ভোটে কে মেয়র হবেন, তা এখনই বলা যাচ্ছে না। এরই মধ্যে আগাম ভোট শুরু হয়েছে। তবে তিন প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। তারা হচ্ছেন– ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি, স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী অ্যান্ড্রু কুওমো এবং রিপাবলিকান পার্টির প্রার্থী কার্টিস স্লিউয়া। জরিপগুলোতে মামদানির অবস্থান দৃঢ় হচ্ছে।
মেয়র নির্বাচন নিয়ে পরিচালিত ৩৬টি জরিপের ফলাফল গতকাল শনিবার পর্যন্ত আপডেট করেছে নিউইয়র্ক টাইমস। এর মধ্যে ৩৩টি জরিপে এগিয়ে জোহরান মামদানি। বাকি জরিপে কুওমো।
নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, গত সপ্তাহে প্রকাশিত জনমত জরিপগুলোতে মামদানি দুই অঙ্কের ব্যবধানে এগিয়ে আছেন। কয়েকটি জরিপে তাঁকে কুওমোর চেয়ে প্রায় ১০ পয়েন্ট এগিয়ে রাখা হয়েছে। কিছু জরিপে আরও বড় ব্যবধান দেখা গেছে। মামদানি কিছু ক্ষেত্রে ২০ পয়েন্টের বেশি পেয়ে এগিয়ে রয়েছেন। রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিউয়া প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান প্রত্যাখ্যান করেছেন। তাঁর সমর্থনের হার প্রায় ১৩ থেকে ১৯ শতাংশের মধ্যে।
সর্বশেষ ২৫-৩০ অক্টোবরের মধ্যে জরিপ করেছে অ্যাটলাসইনটেল। তাদের ফলাফলে ৭ পয়েন্টে এগিয়ে রয়েছেন মামদানি, পেয়েছেন ৪১ শতাংশ সমর্থন। তাঁর প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুওমো পেয়েছেন ৩৪ শতাংশ সমর্থন। আর কার্টিস স্লিউয়া পেয়েছেন ২৪ শতাংশ সমর্থন।
নিউইয়র্কে মেয়র নির্বাচনে দুজন ডেমোক্র্যাট একে অন্যের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। এই প্রতিদ্বন্দ্বিতা ক্রমে মুখোমুখি অবস্থানে পরিণত হয়েছে। বর্ণবাদ ও ইসলামভীতির অভিযোগ উঠেছে। বিশ্লেষকরা জানান, দুই প্রধান প্রার্থীর মধ্যকার রাজনৈতিক পার্থক্য আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে।
এই প্রতিদ্বন্দ্বিতায় তরুণ এবং প্রগতিশীল হিসেবে আছেন জোহরান মামদানি (৩৪)। তিনি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট। তাঁর উত্থান উল্কার গতিতে। তাঁর প্রচারণা আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে। অভিজ্ঞদের প্রতিনিধিত্ব করছেন অ্যান্ড্রু কুওমো (৬৭)। তিনি নিউইয়র্কের প্রাক্তন ডেমোক্রেটিক গভর্নর। প্রার্থী বাছাইয়ে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে লড়ছেন। অতি ধনী দাতা ও করপোরেশনগুলোর সমর্থন পাচ্ছেন।
Comments