স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ করায় স্বামীকে মারধর, বিচার চেয়ে সংবাদ সম্মেলন
স্ত্রী, পরকীয়া প্রেমিক ও এনজিও ম্যানেজারের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী স্বামী সাগর আহমেদ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন—সাগরের স্ত্রী মিতু আক্তার, তার সহকর্মী রিয়াদ হোসেন এবং আম্বালা ফাউন্ডেশনের ম্যানেজার মিল্টন।
সাগর আহমেদ জানান, ২০১৮ সালে বিয়ের পর তাদের সংসারে একটি পুত্রসন্তান জন্ম নেয়। বর্তমানে তার স্ত্রী মিতু ও পরকীয়া প্রেমিক রিয়াদ দুজনেই 'আম্বালা ফাউন্ডেশন' নামক এনজিওতে কর্মরত। সেখানে চাকরির সুবাদে তারা পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি এনজিওর ম্যানেজার মিল্টনকে জানালে তিনি ব্যবস্থা না নিয়ে উল্টো লোকবল দিয়ে সাগরকে মারধর করেন।
ভুক্তভোগী আরও অভিযোগ করেন, মিতু বিভিন্ন কৌশলে তার কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এই অন্যায়ের প্রতিকার চেয়ে আম্বালা ফাউন্ডেশনের পরিচালক বরাবর দুই বার লিখিত অভিযোগ করেও কোনো বিচার পাননি তিনি। উল্টো প্রধান কার্যালয়ে অভিযোগ করায় বিভিন্ন মোবাইল নম্বর থেকে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
৩ বছরের অবুঝ শিশুকে ফেলে রেখে অসামাজিক কাজে লিপ্ত হওয়া এবং শারীরিক নির্যাতনের ঘটনায় গত ২৫ ডিসেম্বর ভালুকা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন সাগর। তিনি স্ত্রী ও তার প্রেমিকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
Comments