৩০ ফিলিস্তিনি বন্দির মরদেহ গাজায় পাঠাল ইসরায়েল, নির্যাতনের চিহ্ন
ইসরায়েল তাদের কাছে থাকা আরও ৩০ ফিলিস্তিনির মরদেহ গাজায় ফেরত পাঠিয়েছে। কিছু মরদেহ নির্যাতনের চিহ্নও দেখা গেছে। আল জাজিরা এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে।
গতকাল শুক্রবার রেডক্রসের মাধ্যমে ফিলিস্তিনিদের এসব মরদেহ ফেরত দেয় ইসরায়েল। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে এদিন গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত হন।
সংবাদ সংস্থা ওয়াফা জানায়, গাজার পূর্ব শুজাইয়া এলাকায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। তার ভাই আহত হয়েছেন। জাবালিয়া শরণার্থী শিবিরে আরেকজন ইসরায়েলের গোলাবর্ষণে নিহত হন। এ ছাড়া ইসরায়েলের হামলায় আহত আরেক ফিলিস্তিনি আরেকদিন মারা যান।
অন্যদিকে মধ্য গাজার আজ-জাহরা এলাকায় সিভিল ডিফেন্স কর্মীরা এক ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করেন। শুক্রবার ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ গাজার খান ইউনিসে কয়েকটি ভবন লক্ষ্য করে হামলা চালায়।
অক্টোবরের শুরুর দিকে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ফিলিস্তিনিদের মরদেহ ফেরত দিচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত মোট ২২৫টি মরদেহ হস্তান্তর করেছে ইসরায়েল।
মেডিকেল টিমগুলো সাধারণ নিয়ম অনুযায়ী মরদেহ শনাক্ত করছে, নথিভুক্ত করছে এবং পরে পরিবারকে জানাচ্ছে।
এর আগেও অনেক ফিলিস্তিনি বন্দির মরদেহে নির্যাতনের চিহ্ন দেখা গেছে। কিছু মরদেহের চোখ বাঁধা, হাতে হ্যান্ডকাফ ছিল। অনেক মরদেহ পচে যাওয়া বা পোড়া ছিল। কোনো কোনো মরদেহে অঙ্গপ্রত্যঙ্গ বা দাঁত ছিল না।
ইসরায়েলের কারাগারে হাজার হাজার ফিলিস্তিনিকে কোনো অভিযোগ ছাড়াই আটক রাখা হয়েছে। বহু বছর ধরে ইসরায়েলের কারাগারে বন্দিদের নির্যাতনের খবর এসেছে এবং গাজার যুদ্ধ শুরু হওয়ার পর এ ধরনের ঘটনা আরও বেড়েছে।
Comments