সন্ত্রাসবিরোধী অভিযানে পাকিস্তানি মেজর নিহত

পাকিস্তানের খাইবার পাখতুন খোয়ার ডেরা ইসমাইল খান জেলায় নিরাপত্তা বাহিনীর পরিচালিত এক অভিযানে দেশটির সেনাবাহিনীর এক মেজর নিহত হয়েছেন। সাতজন সন্ত্রাসী নিহত হয়েছে বলে বৃহস্পতিবার সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর দাবি করেছে। পাকিস্তান সেনাবাহিনী বলেছে, সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
এই অভিযানটি আসে এর এক দিন পর, যখন অরাকজাই জেলায় টিটিপি জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন লেফটেন্যান্ট কর্নেল ও একজন মেজরসহ ১১ জন নিরাপত্তা সদস্য মারা যান।
সাম্প্রতিক সময়ে খাইবার পাখতুনখোয়ার দক্ষিণাঞ্চল, বিশেষ করে ডেরা ইসমাইল খান, ট্যাঙ্ক ও লাক্কি মারওয়াত জেলাগুলোতে টিটিপির তৎপরতা ও সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।
পাকিস্তান সেনাবাহিনী বারবার টিটিপিকে 'ভারতীয় প্রক্সি' বা ভারতের পৃষ্ঠপোষকতা পাওয়া গোষ্ঠী বলে আখ্যা দিচ্ছে।
সূত্র : ডন
Comments