পাকিস্তানে কাজী আদালতে সশস্ত্র হামলা, বিচারক অপহৃত

বেলুচিস্তানের খারান এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী কাজী আদালতে হামলা চালিয়ে ভবনে আগুন ধরিয়ে দেয় এবং বিচারককে অপহরণ করে নিয়ে যায়।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকাল সাড়ে ১১টার দিকে খারান শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের মাসকান কালাত এলাকায় অবস্থিত আদালতে একটি মামলার শুনানি চলাকালে একদল সশস্ত্র সন্ত্রাসী প্রবেশ করে। তারা বিচারক মোহাম্মদ জান ও অন্যান্য আদালতকর্মীদের জিম্মি করে, আদালতের রেকর্ড ও আসবাবপত্র ভাঙচুর করে এবং পরে পুরো ভবনে আগুন লাগিয়ে দেয়।
রাখশান অঞ্চলের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল অবদুল হাই আমির বালোচ ডন পত্রিকাকে জানান, হামলাকারীরা আদালতের রেকর্ড পুড়িয়ে দেয় এবং পালানোর সময় বিচারককে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। তারা বিচারকের সরকারি গাড়ি ও একজন আইনজীবীর গাড়িও ছিনিয়ে নেয়। ঘটনার পরপরই ফ্রন্টিয়ার কর্পস ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু করে। এ ঘটনায় এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।
Comments