এই ত্রাণবহর ফিলিস্তিনিদের কোনো উপকারে আসবে না: ইতালির প্রধানমন্ত্রী

গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ 'ফিলিস্তিনিদের কোনো উপকারে আসবে না' বলে মন্তব্য করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। লাইভ প্রতিবেদনে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
ত্রাণবহরে থাকা ২২ জন ইতালীয়কে আটকের পর বৃহস্পতিবার (২ অক্টোবর) মেলোনির এই মন্তব্য এলো।
আগের মন্তব্যের প্রতিধ্বনি করে তিনি বলেন, 'আমি এখনো বিশ্বাস করি, এই সমস্ত কিছু ফিলিস্তিনি জনগণের জন্য কোনো উপকার বয়ে আনে না।'
মেলোনি বলেন, 'আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই মানুষদের ইতালিতে ফিরে যেতে নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব।'
এর আগে ইরালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি পার্লামেন্টে বলেছিলেন, ইসরায়েল ২২ জন ইতালীয় নাগরিককে আটক করেছে। আমি স্বস্তি বোধ করছি যে, যুদ্ধের নিয়ম মেনে চলা হয়েছে এবং এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর অভিযানে কোনো সহিংসতা বা জটিলতার ঘটনা রেকর্ড করা হয়নি।
তবে ফ্লোটিলার জাহাজগুলো আটকের ঘটনায় ইতালিতে জনতা বিক্ষোভ শুরু করেছে। বিভিন্ন সংগঠনের সমন্বয়ে আগামীকাল শুক্রবার সাধারণ ধর্মঘটের ডাকও দেওয়া হয়।
Comments