নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ, ইউক্রেনীয় ডুবুরি পোল্যান্ডে গ্রেপ্তার

২০২২ সালে রাশিয়া ও জার্মানির মধ্যে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় একটি ইউক্রেনীয় ডুবুরিকে পোল্যান্ডে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় রেডিও আরএমএফ এফএম এবং তার আইনজীবী জানিয়েছেন, অভিযুক্তের নাম ভলোদিমির জেড। তাকে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ওয়ারশর নিকটবর্তী এলাকায় গ্রেপ্তার করা হয়েছে।
আইনজীবী টাইমোটিউস প্যাপ্রোকি জানিয়েছেন, তিনি তার মক্কেলের জার্মানিতে প্রত্যর্পণ চ্যালেঞ্জ করবেন। বিস্ফোরণের ফলে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ ব্যাপকভাবে ব্যাহত হয় এবং ইউক্রেন সংঘাত তীব্র হয়। ইউক্রেন কোনও সম্পৃক্ততা অস্বীকার করলেও, রাশিয়া এই হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইউক্রেনকে দায়ী করেছে।
২০২৩ সালে জার্মান তদন্তকারীরা ইউক্রেনপন্থী একটি গোষ্ঠীকে এই হামলার জন্য দায়ী বলে জানিয়েছিলেন। জার্মান কর্তৃপক্ষ কর্তৃক জারি করা ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ভলোদিমির জেডকে আটক করা হয়েছে।
জার্মান সংবাদমাধ্যম জানিয়েছে, তদন্তকারীরা বিশ্বাস করেন ভলোদিমির জেড বিস্ফোরক স্থাপনকারী দলের অংশ ছিলেন। আগস্টে ইতালীয় পুলিশ হামলার সমন্বয়কারী ইউক্রেনীয় সেরহি কে-কে গ্রেপ্তার করেছিল। তার আইনজীবী দল ইতালির সুপ্রিম কোর্টে প্রত্যর্পণ রোধে আপিল করবেন।
জার্মান প্রসিকিউটররা অভিযোগ করেছেন, অভিযুক্তরা রোস্টক থেকে নৌকায় করে পাইপলাইনে হামলা চালিয়েছে। তাদের বিরুদ্ধে বর্তমানে যোগসাজশ, সংবিধান বিরোধী নাশকতা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসের অভিযোগ রয়েছে।
Comments