জয়নুল জাকেরীনের সাথে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাড. নুরুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা দেওয়ান জয়নুল জাকেরীনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুল। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে দেওয়ান জয়নুল জাকেরীন'র বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল এবং তাঁর সাথে উপস্থিত জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ দেওয়ান জয়নুল জাকেরীনের কাছে দলীয় প্রতীক ধানের শীষকে বিজয়ী করার জন্য সার্বিক সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
উল্লেখ্য, এই আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও, দীর্ঘ জল্পনা-কল্পনা শেষে গত ৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেস ব্রিফিং-এর মাধ্যমে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে ধানের শীষ প্রতীকের জন্য প্রার্থী হিসেবে ঘোষণা করেন। মনোনয়ন বঞ্চিত হওয়ার পরও জাকেরীনের সাথে প্রার্থীর এই সৌজন্য সাক্ষাৎ তৃণমূল পর্যায়ে দলের ঐক্যকে সুসংহত করার ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা।
Comments