থালাপতি বিজয়ের জনসভায় ৩৯ জন নিহতের মূহূর্ত ধরা পড়ল ক্যামেরা

ভারতের চেন্নাইয়ের রাজধানী তামিলনাড়ুতে রাজনীতিক ও অভিনেতা থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে এখন পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। আরও অনেক মানুষ আহত হওয়ায় এ সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) মর্মান্তিক এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভয়াবহ এ দুর্ঘটনার মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়েছে। দেখা গেছে, কিছু মানুষ প্রচণ্ড ধাক্কায় নিচে পড়ে যাচ্ছেন। এরপর তারা পদদলিত হন।
একটি ভিডিওতে মানুষকে চিৎকার করতে শোনা যাচ্ছে। তারা তখন বাঁচতে চাইছিলেন। শ্বাস নিতে না পেরে একজন আরেকজনের ওপরে ওঠার চেষ্টা করেন। এতে করে নিচের মানুষ আরও বেশি চাপা পড়েন। কিছু শিশুকে তাদের বাবা-মায়ের কাঁধে বসে থাকতে দেখা যায়। যারা বিজয় থালাপতির বাস কাছে আসার জন্য অপেক্ষা করছিল। এর কয়েক মিনিট পরই ঘটে যায় ওই ঘটনা।
ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে, থালাপতি বিজয় তার ভ্রাম্যমান মঞ্চ (বাস) নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। ওই সময় অনেকে তার কাছে আসার চেষ্টা করেন। এতে করে সেখানে দমবন্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়। মানুষ প্রচণ্ড গরম ও ধাক্কাধাক্কিতে হাঁসফাঁস করছেন এমনটি দেখতে পেয়ে তিনি তার বাস থামিয়ে দেন। ওই সময় কিছু মানুষের দিকে পানির বোতল ছুঁড়ে মারেন।
পুলিশ জানিয়েছে, বিজয় জনসভাস্থলে সাত ঘণ্টা দেরি করে আসেন। যেখানে তার দুপুর ১২টায় আসার কথা ছিল। সেখানে তিনি আসেন সন্ধ্যা ৭টারও পর। অথচ সাধারণ মানুষ এসেছিলেন সকাল ১১টার দিকে। তারা বিজয়কে দেখতে প্রচণ্ড রোদের মধ্যে সারাদিন না খেয়ে ছিলেন বলেও জানিয়েছেন পুলিশ।
Comments