বিশ্বের বিভিন্ন স্থানে ‘সংঘাত নিরসনে’ ট্রাম্পের ভূমকার প্রশংসায় ব্রিটিশ রাজা

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস বিশ্বজুড়ে বিভিন্ন 'সংঘাত নিরসনে' মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবদানের প্রশংসা করেছেন। ট্রাম্পের রাষ্ট্রীয় সফরের সম্মানে উইন্ডসর ক্যাসেলে আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় রাজা এ প্রশংসা করেন।
তৃতীয় চার্লস বলেন, 'আমাদের দেশগুলো গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টার সমর্থনে একসঙ্গে কাজ করছে। মি. প্রেসিডেন্ট, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শান্তি নিশ্চিত করার জন্য বিশ্বের সবচেয়ে জটিল কিছু সংঘাতের সমাধান খুঁজে বের করার জন্য আপনার নিজস্ব ব্যক্তিগত প্রতিশ্রুতি।'
রাজা স্মরণ করেন, দুটি বিশ্বযুদ্ধের সময় লন্ডন এবং ওয়াশিংটন মিত্র ছিল। তিনি বলেন, 'আমাদের দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিরক্ষা, নিরাপত্তা এবং গোয়েন্দা সম্পর্ক রয়েছে।'
তিনি বলেন, 'দুটি বিশ্বযুদ্ধে আমরা অত্যাচারের শক্তিকে পরাজিত করার জন্য একসঙ্গে লড়াই করেছি। আজ দুটি দেশ মিত্রদের সঙ্গে ইউক্রেনকে সমর্থন করছে।'
ট্রাম্প ১৬ সেপ্টেম্বর রাতে রাষ্ট্রীয় সফরে দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্যে পৌঁছান। পরের দিন উইন্ডসর ক্যাসেলে রাজা তৃতীয় চার্লস তাকে স্বাগত জানান।
১৮ সেপ্টেম্বর তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাথে তার বাসভবন চেকার্সে আলোচনা করবেন বলে জানা গেছে।
Comments