শিগগিরই চীন সফর করতে পারেন ট্রাম্প, বোয়িং কেনার জন্য চাপ: রিপোর্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অক্টোবরের শেষের দিকে অথবা নভেম্বরের শুরুতে চীন সফর করতে পারেন। সূত্রের বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট এ খবর জানিয়েছে।
এই সফরে মার্কিন পণ্য কেনার জন্য একটি নতুন চুক্তি হতে পারে বলে সূত্র জানায়। তার মতে, বোয়িং বিমানের নাম (আলোচনার) তালিকায় 'খুব সম্ভবত' থাকবে, কারণ ওয়াশিংটন ৫০০টি বিমান কেনার জন্য বেইজিংকে চাপ দিচ্ছে।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুসারে, চীন সরকার সেপ্টেম্বরের গোড়ার দিকে ট্রাম্পকে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণপত্র পাঠিয়েছিল। এটি সাধারণত ইঙ্গিত দেয় যে, প্রস্তুতি 'চূড়ান্ত পর্যায়ে' থাকতে পারে।
একটি সূত্র জানিয়েছে, ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় অ্যাপেক শীর্ষ সম্মেলনের আশেপাশে ট্রাম্পের এই সফর অনুষ্ঠিত হবে বলে মনে করা হচ্ছে।
সূত্র উল্লেখ করেছে, কিছু ছোটখাটো সমস্যা আছে। কিন্তু প্রধান সমস্যাগুলো ইতোমধ্যেই সমাধান হয়ে গেছে।
সূত্রটি আরও জানিয়েছে, বেইজিং সফরের পাশাপাশি ট্রাম্পকে আরেকটি চীনা শহর, সাংহাইতে উচ্চ-গতির রেল ভ্রমণের প্রস্তাবও দেওয়া হয়েছে।
সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, ট্রাম্পের প্রত্যাশিত সফরের পর ২০২৬ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রে সফর করতে পারেন।
যদি এই সফরটি সম্পন্ন হয়, তাহলে ৮ বছরের মধ্যে এটি হবে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর। সর্বশেষ এই ধরনের সফর হয়েছিল ২০১৭ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে।
Comments