কালীগঞ্জে সাংবাদিককে গালাগাল ও হুমকি দিলেন জামায়াত নেতার ভাই

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে জামায়াত নেতার ধরা পড়ার সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগাল ও দেখে নেওয়ার হুমকি দিয়েছেন তার ভাই হাসান আলী।
বুধবার দুপুর ২ টার দিকে শহরের উপজেলা কৃষি অফিসের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত হাসান আলী উপজেলার কমলাপুর গ্রামের মোবাশ্বের আলীর ছেলে। তিনি ইসলামী ব্যাংক কালীগঞ্জ শাখায় নৈশ প্রহরী পদে কর্মরত আছেন।
নাগরিক টেলিভিশন ও ঢাকা জার্নালের জেলা প্রতিনিধি মিশন আলী বলেন, দুপুরের দিকে পেশাগত দায়িত্ব পালনের জন্য উপজেলা কৃষি অফিসে যায়। সেখান থেকে বের হয়ে আসার সময় সেই জামায়াত নেতার ভাই হাসান আলী গতিরোধ করে। এ সময় আমি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে পড়ি। এ সময় তিনি আমার কাছে নিউজ করে কি লাভ হয়েছে সেটি জানতে চেয়েছেন। এরপর তিনি অকথ্য ভাষায় গালাগাল করেছেন।
তিনি আরো বলেন, গত বৃহস্পতিবার উপজেলার কমলাপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীর ঘরে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েন সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর বিল্লাল হোসেন। উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে জাতীয় ও আঞ্চলিকসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করায় তার ভাই এমন আচরণ করেন।
এদিকে দৈনিক কালের কণ্ঠ ও অনলাইন নিউজ পোর্টাল সবুজদেশ নিউজ ডটকমে এই নিউজ প্রকাশ করায় দৈনিক কালেরকণ্ঠের কালীগঞ্জ প্রতিনিধি নয়ন খন্দকারের নামে থানায় জিডি করেছেন জামায়াত নেতা বিল্লাল হোসেন। এরআগে ওই জামায়াত নেতা নয়ন খন্দকারের মোবাইল ফোন দিয়ে হত্যার হুমকি দেন।
দৈনিক কালের কন্ঠের কালীগঞ্জ প্রতিনিধি নয়ন খন্দকার জানান, মঙ্গলবার রাতে বিল্লাল হোসেন তাকে ফোন দেন। এ সময় তিনি সংবাদ প্রকাশ করায় হত্যার হুমকি দেন। তিনি এ বিষয়ে থানায় অভিযোগ করবেন বলেও জানান।
কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে দোষীদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মিশন আলীকে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি এবং কালেরকণ্ঠের প্রতিনিধি নয়ন খন্দকারের নামে মিথ্যা জিডি করায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান, সাধারণ সম্পাদক রাজিব হাসান, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, সময় টিভির লোটাস রহমান সোহাগ, কালীগঞ্জ প্রেসক্লাবের সদস্য আজিবর রহমান, রফিকুল ইসলাম মন্টু, জামির হোসেনসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। অবিলম্বে হুমকি প্রদান করা জামায়াত নেতার ভাই হাসান আলীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার কমলাপুর গ্রামে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন বিল্লাল হোসেন। এ সময় অনৈতিক সম্পর্কে লিপ্ত থাকায় বাড়ির লোকজন তাকে ধরে ফেলে। এ সময় বিল্লাল হোসেন জুতা ফেলিয়ে দৌঁড় মারার চেষ্টা করেন। পরে উত্ত্যম-মধ্যম দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় এবং পা জড়িয়ে ধরে মাফ চান বিল্লাল হোসেন। তবে বিষয়টি খুব গোপনীয়ভাবে মীমাংসা হলেও মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জানাজানি হয়।
Comments