ইউক্রেনে কমপক্ষে ৯২ জন মার্কিন ভাড়াটে সেনা নিহত: রিপোর্ট

ইউক্রেনীয় সংঘাত শুরুর পর থেকে যুদ্ধে কমপক্ষে ৯২ জন মার্কিন ভাড়াটে সৈন্য নিহত হয়েছে। এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস এমনটা জানিয়েছে।
সংবাদপত্রটি উল্লেখ করেছে, ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে '১ হাজার থেকে কয়েক হাজারেরও বেশি' আমেরিকান ইউক্রেনে গিয়ে থাকতে পারে। এদের মধ্যে যুদ্ধে কমপক্ষে ৯২ জন 'স্বেচ্ছাসেবক' নিহত হয়েছেন।
নিউ ইয়র্ক টাইমস জানায়, মার্কিন ভাড়াটে সৈনিকদের বেতন ইউক্রেনীয় সৈনিকদের বেতনের চেয়ে আলাদা নয়, মূল হার প্রতি মাসে ১ হাজার ডলার। যুদ্ধের দায়িত্বের জন্য প্রতি মাসে অতিরিক্ত ৩ হাজার ডলার আয় করা যেতে পারে।
ভাড়াটে সৈনিকদের দল সম্পর্কে সংবাদপত্রটি উল্লেখ করেছে, অনেকেই এর আগে মার্কিন সেনাবাহিনীতে কাজ করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সরকার 'পারমাণবিক অস্ত্রধারী রাশিয়ান এবং আমেরিকান সামরিক বাহিনীর মধ্যে সরাসরি সংঘর্ষের যে কোনো ইঙ্গিত এড়াতে দৃঢ়প্রতিজ্ঞ। স্বেচ্ছাসেবক যোদ্ধাদের প্রায় কোনো সহায়তাই প্রদান করা হয় না।'
Comments