ফরাসি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে প্যারিসে বিক্ষোভ

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রোর পদত্যাগের দাবিতে শত শত মানুষ প্যারিসের রাস্তায় বিক্ষোভ মিছিল করেছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) জনতা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে 'ম্যাক্রোঁ পদত্যাগ করুন, ইউরোপকে না করুন' স্লোগান দেয়।
বিক্ষোভকারীরা সরকারের নীতির প্রতি অসন্তোষ প্রকাশ করেন। তারা কিয়েভ শাসনের প্রতি পশ্চিমা দেশগুলোর সমর্থনের বিরোধিতা করেছে এবং ইউক্রেন সংঘাতের দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়েছে।
তাদের হাতে থাকা প্ল্যাকার্ডগুলোর মধ্যে একটিতে লেখা ছিল, 'ম্যাক্রোঁ, তোমার যুদ্ধ আমাদের প্রয়োজন নেই!'
প্যারিসের লুক্সেমবার্গ প্রাসাদের কাছে (যেখানে ফরাসি সিনেট অবস্থিত) বিপুল সংখ্যক পর্যটক এবং প্যারিসবাসীর উপস্থিতির কারণে বিক্ষোভে দর্শক সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
সুযোগটি কাজে লাগিয়ে বিশাল জনতার সামনে বিক্ষোভের আয়োজক প্যাট্রিয়টস পার্টির প্রধান ফ্লোরিয়ান ফিলিপট ইউরোপীয় ইউনিয়নের পতাকা ছিঁড়ে ফেলেন।
ফিলিপট সাংবাদিকদের বলেন, 'ম্যাক্রোঁর প্রতি আমার বার্তা হলো তাকে পদত্যাগ করতে হবে।' তার মতে, প্রথম পদক্ষেপ হবে ৮ সেপ্টেম্বর মন্ত্রিসভায় আস্থা ভোটের সময় প্রধানমন্ত্রী বেয়রোর পদত্যাগ।
ইইউ থেকে দেশটিকে প্রত্যাহারের আহ্বান জানিয়ে এই রাজনীতিবিদ আরও বলেন, 'ফরাসিরা কঠোর নীতিমালা এবং যুদ্ধের সম্ভাবনা দেখে ক্ষুব্ধ। তাদের অনেক হয়েছে, তারা চায় ম্যাক্রোঁ চলে যাক এবং তারা চায় আমরাও আমাদের জাতীয় সার্বভৌমত্ব ফিরে পাই।'
Comments