হিজবুল্লাহকে নিরস্ত্র করার মার্কিন পরিকল্পনা অনুমোদন লেবাননের

চাপের মুখে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে মার্কিন প্রস্তাবের আংশিক অনুমোদন দিয়েছে লেবাননের মন্ত্রিসভা। সীমান্তে লড়াই বন্ধ এবং ইসরাইলি সেনাদের সরাতে যুক্তরাষ্ট্র যে পূর্ণাঙ্গ রূপরেখা দিয়েছে, তার প্রাথমিক লক্ষ্যগুলো নিয়ে আলোচনা হয়েছে লেবাননের মন্ত্রিসভায়।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বৈরুতে অনুষ্ঠিত লেবাননের মন্ত্রিসভা বৈঠকে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবের 'লক্ষ্যসমূহ' অনুমোদন দেয় দেশটির মন্ত্রিসভা।
অনুমোদন পাওয়া প্রস্তাবের মধ্যে রয়েছে চলতি বছরের মধ্যে হিজবুল্লাহসহ সকল সশস্ত্র অ-রাষ্ট্রীয় গোষ্ঠীকে নিরস্ত্র করা, ইসরাইলি সামরিক অভিযান বন্ধ করা এবং পাঁচটি পয়েন্ট থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তা। তবে পূর্ণাঙ্গ প্রস্তাবের নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
বৈঠকের পর লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেন, মন্ত্রীরা শুধুমাত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে মধ্যে অস্ত্রের অধিকার সীমাবদ্ধ রাখার' জন্য মার্কিন প্রস্তাবের পরিকল্পনা অনুমোদন করেছে।
হিজবুল্লাহ রাজনৈতিক পরিষদের উপ-প্রধান মাহমুদ কোমাতি লেবানন সরকারের সিদ্ধান্তকে 'অপমানজনক' এবং ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ বলে অভিহিত করেছেন।
তিনি আল জাজিরাকে বলেন, 'পৃথিবীতে এমন কোন রাষ্ট্র বা সরকার নেই যারা নিজেদের ভূখণ্ডে প্রতিরোধের মুখোমুখি হয়, যখন শত্রুরা এখনও সেখানে ভূমি দখল করে এবং প্রতিদিন লেবাননের বিরুদ্ধে আগ্রাসন চালায়।
হিজবুল্লাহর রাজনৈতিক কাউন্সিলের উপপ্রধান মাহমুদ কোমাতি লেবানন সরকারের সিদ্ধান্তকে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কাছে 'লজ্জাজনক ও আত্মসমর্পণ' বলে আখ্যা দিয়েছেন।
আল জাজিরাকে মাহমুদ কোমাতি বলেন, 'পৃথিবীর কোনো রাষ্ট্র বা সরকার নেই, যারা নিজেদের ভূখণ্ডে প্রতিরোধ শক্তির বিরুদ্ধে অবস্থান নেয়, অথচ শত্রু এখনো সেই ভূমি দখল করে রেখেছে এবং প্রতিদিন লেবাননের বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছে।'
যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনাটি মূলত ধাপে ধাপে বাস্তবায়নের রোডম্যাপ। এতে হিজবুল্লাহকে নিরস্ত্র করার মাধ্যমে রাষ্ট্রীয় বাহিনীর নিয়ন্ত্রণে আনার কথা বলা হয়েছে। এর পাশাপাশি লেবানন-ইসরাইল সীমান্তে সেনাবাহিনীর স্থায়ী মোতায়েন, বন্দি বিনিময়ের জন্য পরোক্ষ আলোচনার কাঠামো এবং লেবানন-সিরিয়া ও লেবানন-ইসরাইল সীমানার আন্তর্জাতিকভাবে অনুমোদিত সীমারেখা চূড়ান্ত করার কথাও উল্লেখ রয়েছে।
এই রূপরেখার কৌশলগত লক্ষ্য হলো, সম্মিলিতভাবে সংঘর্ষের পুনরাবৃত্তি ঠেকানো ও ইসরাইলের দক্ষিণ ফ্রন্টকে স্থিতিশীল রাখা। তবে এ আলোচনায় মন্ত্রিসভার বৈঠক বর্জন করেন হিজবুল্লাহ ও আমাল মুভমেন্টের মন্ত্রীরা। এই প্রস্তাবকে ইসরাইলের পক্ষে মার্কিন পদক্ষেপ বলে আখ্যা দিয়ে এই ধরনের 'একতরফা নিরস্ত্রীকরণ'-এর প্রস্তাব প্রত্যাখ্যান করেন তারা।
এদিকে লেবাননের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। লেবাননের অস্ত্র কেবলমাত্র রাষ্ট্রীয় বাহিনীর অধীনে আনার লক্ষ্যে লেবানন সরকার যে প্রতিশ্রুতি দেখিয়েছে, তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করে দেশটির পররাষ্ট্র দফতর।
Comments