গুগল স্ট্রিট ভিউ ক্যামেরায় নগ্ন ছবি ধরা পড়ায় ১২,৫০০ ডলার ক্ষতিপূরণ

গুগল স্ট্রিট ভিউতে নিজের নগ্ন ছবি প্রকাশিত হওয়ায় মানহানির অভিযোগে মামলা করে ক্ষতিপূরণ আদায় করেছেন আর্জেন্টিনার এক পুলিশ কর্মকর্তা।
ঘটনাটি ঘটে ২০১৭ সালে, দেশটির একটি ছোট শহরে। ওই ব্যক্তি জানান, তিনি তখন নিজের বাড়ির ৬ দশমিক ৫ ফুট উঁচু দেয়ালের আড়ালে উঠোনে ছিলেন। সে সময় গুগলের স্ট্রিট ভিউ গাড়ি তার বাড়ির সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় তোলা ছবিতে তার পেছন দিকের নগ্ন অবয়ব ধরা পড়ে।
ছবিটি গুগল ম্যাপে প্রকাশিত হওয়ার পর দ্রুত তা ছড়িয়ে পড়ে অনলাইনে। বিষয়টি জানতে পেরে মানহানির অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হন সেই ব্যক্তি। শেষপর্যন্ত মামলার রায় তার পক্ষেই আসে এবং গুগলকে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেয়।
তবে গত বছর মামলার প্রাথমিক শুনানিতে এক বিচারক তাঁর ক্ষতিপূরণ দাবি খারিজ করে দেন। রায়ে বলা হয়, নিজের বাড়ির উঠোনে 'অনুপযুক্ত অবস্থায় হাঁটাহাঁটি' করায় দোষ ছিল তারই। গুগলের পক্ষ থেকেও দাবি করা হয়, বাড়ির চারপাশের দেয়াল পর্যাপ্ত উঁচু ছিল না, তাই দায় তাদের নয়।
তবে আপিল আদালতের বিচারকরা ভিন্নমত পোষণ করেন। তারা রায়ে উল্লেখ করেন, ওই ব্যক্তির মর্যাদা স্পষ্টভাবে লঙ্ঘিত হয়েছে। তাই গুগলকে প্রায় ১২ হাজার ৫০০ ডলারের সমপরিমাণ আর্জেন্টাইন পেসো ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেন।
রায়ে বিচারকরা বলেন, 'ছবিতে যে ব্যক্তি রয়েছেন, তিনি কোনো পাবলিক স্পেসে ছিলেন না; বরং নিজের বাড়ির সীমানার মধ্যে, এমন একটি দেয়ালের আড়ালে ছিলেন, যা একজন মানুষের উচ্চতার চেয়ে বেশি। এই ব্যক্তিগত পরিসরে অনুপ্রবেশ স্পষ্টতই গোপনীয়তা লঙ্ঘনের শামিল।'
রায়ে আরও বলা হয়, গুগলের পক্ষ থেকে এ ধরনের একটি গুরুতর ভুলের দায় এড়ানোর কোনো যৌক্তিকতা নেই। গুগলের স্ট্রিট ভিউ নীতিমালা অনুযায়ী সাধারণত ব্যক্তির মুখমণ্ডল এবং যানবাহনের নম্বর প্লেট অস্পষ্ট করে দেওয়া হয়। এটি থেকেই বোঝা যায়, তৃতীয় পক্ষের ক্ষতি এড়ানোর ব্যাপারে তাদের একটি দায়িত্ববোধ আছে।
কিন্তু এই ঘটনায় কেবল মুখ নয়, অভিযোগকারীর সম্পূর্ণ নগ্ন দেহ দৃশ্যমান ছিল, যেটির প্রকাশ ঠেকানো উচিত ছিল বলে মন্তব্য করেন বিচারকরা।
গুগল তাদের স্ট্রিট ভিউ নীতিমালা সম্পর্কিত এক ওয়েবসাইটে জানিয়েছে, গুগল ম্যাপে ছবি প্রকাশের সময় ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় তারা কিছু সুরক্ষা ব্যবস্থা নিয়েছে।
ওয়েবসাইটে বলা হয়েছে, 'আমরা উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করে মুখ ও গাড়ির নম্বর প্লেট অস্পষ্ট করি, যাতে গুগল স্ট্রিট ভিউ-তে চেনা যায় এমন মুখ কিংবা প্লেট স্পষ্টভাবে দেখা না যায়।'
তবে গুগল আরও জানিয়েছে, 'আপনি যদি চান আপনার পুরো বাড়ি, গাড়ি কিংবা শরীর অস্পষ্ট করা হোক, তাহলে 'রিপোর্ট এ প্রবলেম' টুল ব্যবহার করে অনুরোধ জানাতে হবে।'
২০১৯ সালে গুগল স্ট্রিট ভিউ প্রকল্পের মাধ্যমে ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগে একটি মামলায় প্রায় ১ কোটি ৩০ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছিল।
এর আগেও, ২০১০ সালে গুগল স্বীকার করেছিল যে পেনসিলভানিয়ার পিটসবার্গ এলাকার একটি বাড়ির ছবি তুলতে গিয়ে তারা ব্যক্তিগত সম্পত্তিতে অনধিকার প্রবেশ করেছিল। ওই মামলায় ক্ষতিগ্রস্ত দম্পতিকে গুগল মাত্র ১ ডলার ক্ষতিপূরণ দিয়েছিল।
Comments