যুক্তরাষ্ট্রে বিমানে যান্ত্রিক ত্রুটি, অল্পের জন্যে প্রাণে বাঁচেন ক্রুসহ ১৬৬ যাত্রী

যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় শুক্রবার (২৫ জুলাই) আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট রানওয়ে থেকে উড্ডয়নের সময় হঠাৎই যান্ত্রিক ত্রুটির কারণে থেমে যেতে বাধ্য হয়। এসময় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেয়া হয় এবং ধোঁয়ায় ভরে যাওয়া কেবিন থেকে যাত্রীদের স্লাইড ব্যবহার করে দ্রুত নামিয়ে নেয়া হয়।
সংবাদমাধ্যম সিএনএন-এর বরাতে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট ১৬৮৫, যেটি চার্লট, নর্থ ক্যারোলিনার উদ্দেশ্যে রওনা দেয়ার কথা ছিল, সেটি রানওয়েতে গতি নেয়ার সময় বিমানের ল্যান্ডিং গিয়ারে 'কারিগরি সমস্যা' ধরা পড়ে। পাইলটরা সঙ্গে সঙ্গে টেকঅফ বন্ধ করে দেন এবং বিমানে থাকা ১৬০ জন যাত্রী ও ৬ জন ক্রুকে দ্রুত নামিয়ে নেয়া হয়।
ফক্স বিজনেস-এর খবরে বলা হয়েছে, এয়ারবাস এ৩২১ মডেলের সেই উড়োজাহাজে তৎক্ষণাৎ জরুরি সাড়া জাগানো ইউনিট পৌঁছে যায়। ধারণা করা হচ্ছে, ওভারহিটেড ব্রেক থেকেই কেবিনে ধোঁয়া ছড়ায়। যদিও কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি, তবু ধোঁয়ার কারনে যাত্রীদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পরে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে যাত্রীরা চিৎকার করতে করতে রানওয়েতে নামছেন এবং বিমানের কাছ থেকে দৌঁড়ে সরে যাচ্ছেন। একটি ভিডিওতে দেখা গেছে, বিমানের কেবিন থেকে ঘন ধোঁয়া বেরোচ্ছে-যা যাত্রীদের মধ্যে আগুন লাগার আশঙ্কা আরও বাড়িয়ে তোলে।
ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর সংশ্লিষ্ট রানওয়ের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখে, তবে বিমানবন্দরের সামগ্রিক কার্যক্রমে এর বড় কোনো প্রভাব পড়েনি বলে কর্তৃপক্ষ জানায়।
এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি বলেই প্রাথমিকভাবে জানা গেছে। তবে এমন এক ভয়াবহ পরিস্থিতিতে থাকা যাত্রীরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। যান্ত্রিক ত্রুটির প্রকৃত কারণ অনুসন্ধান করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
Comments