৪০ বছর পর ফিলিস্তিনিপন্থী লেবানিজ যোদ্ধাকে মুক্তির নির্দেশ দিল ফ্রান্স

১৯৮০-এর দশকের গোড়ার দিকে ফ্রান্সে দুই বিদেশি কূটনীতিক হত্যাকাণ্ডে ভূমিকার অভিযোগে ৪০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ফিলিস্তিনিপন্থী লেবানিজ যোদ্ধা জর্জেস ইব্রাহিম আবদুল্লাহকে মুক্তির নির্দেশ দিয়েছে একটি ফরাসি আদালত।
বৃহস্পতিবার (১৭ জুলাই) প্যারিসের আপিল আদালত ৭৪ বছর বয়সী আবদুল্লাহকে আগামী ২৫ জুলাই দক্ষিণ ফ্রান্সের একটি কারাগার থেকে মুক্তির নির্দেশ দেয়। তবে শর্ত দেওয়া হয়েছে, তিনি ফরাসি ভূখণ্ড ত্যাগ করবেন এবং আর কখনো ফিরে আসবেন না।
আল জাজিরার প্রতিবেদন অনুসারে, ১৯৮২ সালে প্যারিসে মার্কিন সামরিক 'অ্যাটাশে' চার্লস রবার্ট রে ও ইসরায়েলি কূটনীতিক ইয়াকভ বারসিমানটভের হত্যাকাণ্ড এবং ১৯৮৪ সালে স্ট্রাসবার্গে মার্কিন কনসাল জেনারেল রবার্ট হোমের হত্যারচেষ্টার ঘটনায় জড়িত থাকার অভিযোগে লেবানিজ সশস্ত্র বিপ্লবী ব্রিগেডের প্রাক্তন প্রধানকে ১৯৮৭ সালে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
১৯৮৪ সালে প্রথম আটক এবং ১৯৮৭ সালে দোষী সাব্যস্ত করা আবদুল্লাহ ফ্রান্সের সবচেয়ে দীর্ঘ কারাদণ্ডপ্রাপ্ত বন্দীদের একজন। কেননা দেশটিতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বেশিরভাগ বন্দী ৩০ বছরেরও কম সময়ের মধ্যে মুক্তি পেয়ে থাকেন।
আটক ব্যক্তির ভাই রবার্ট আবদুল্লাহ বৃহস্পতিবার এএফপি সংবাদ সংস্থাকে বলেছেন, তিনি এই খবরে অত্যন্ত আনন্দিত। 'আমরা আনন্দিত। আমি আশা করিনি যে, ফরাসি বিচার বিভাগ এমন সিদ্ধান্ত নেবে এবং তাকে কখনো মুক্তি দেওয়া হবে, বিশেষ করে মুক্তির জন্য এত ব্যর্থ অনুরোধের পরে। একবারের জন্য হলেও ফরাসি কর্তৃপক্ষ ইসরায়েলি এবং মার্কিন চাপ থেকে নিজেদের মুক্ত করেছে।'
আবদুল্লাহর আইনজীবী জিন-লুই চালানসেটও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, 'এটি একটি রাজনৈতিক কেলেঙ্কারি যে, তাকে আগে মুক্তি দেওয়া হয়নি। তার মুক্তি একটি বিচারিক বিজয়।'
আবদুল্লাহকে এখন লেবাননে পাঠানো হবে বলে ধারণা করা হচ্ছে। লেবাননের কর্তৃপক্ষও বলেছে, তারা আবদুল্লাহকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে।
আবদুল্লাহর আইনজীবী জিন-লুই চালানসেট রুদ্ধদ্বার শুনানির সময় বিচারকদের বলেন, ১৬ হাজার ইউরো বন্দীর ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে।
আল জাজিরা জানিয়েছে, আবদুল্লাহ ২৫ বছর ধরে মুক্তির জন্য আবেদন করেছেন। কিন্তু মামলার বেসামরিক পক্ষ যুক্তরাষ্ট্র আবদুল্লাহর কারাগার ত্যাগের বিরোধিতা করে আসছিল।
এদিকে, আবদুল্লাহ কখনো তার কর্মের জন্য অনুশোচনা প্রকাশ করেননি। তিনি সর্বদা জোর দিয়ে বলেছেন, তিনি একজন 'যোদ্ধা' এবং তিনি ফিলিস্তিনিদের অধিকারের জন্য লড়াই করেছেন - অপরাধী নন।
প্যারিসের আদালত কারাগারে তার আচরণকে 'অদম্য' বলে বর্ণনা করেছে এবং গত বছরের নভেম্বরে বলেছে, 'নতুন সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটনের ক্ষেত্রে কোনো গুরুতর ঝুঁকি নেই।'
Comments