মিয়ানমারে অভ্যুত্থানের পর থেকে জান্তার ১৩টি যুদ্ধবিমান ভূপাতিত

মিয়ানমারে ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে জান্তা সরকারবিরোধী যোদ্ধারা ১৩টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এগুলোর মোট মূল্য প্রায় ১৭০ মিলিয়ন মার্কিন ডলার।
কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি (কেআইএ) এবং তার মিত্ররা কাচিন রাজ্য ও উত্তর শান রাজ্যের আকাশে পাঁচটি বিমান গুলি করে ভূপাতিত করেছে।
কারেনি প্রতিরোধ বাহিনী জানিয়েছে, তারা তিনটি যুদ্ধবিমানসহ চারটি বিমান গুলি করে ভূপাতিত করেছে। এর মধ্যে সাগাইং অঞ্চলে দুটি বিমান এবং চিন এবং কারেন রাজ্যে দুটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়েছে।
বিমান বাহিনী থেকে পালিয়ে আসা সৈন্যদের মতে, ইয়াঙ্গুন, বাগো এবং সাগাইং অঞ্চল এবং রাখাইন ও কাচিন রাজ্যের ওপরে আরও সাতটি জান্তা বিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতি স্বাধীনভাবে প্রতিবেদনগুলো যাচাই করতে পারেনি। তবে জান্তা সরকারের তথ্য অনুসারে, অভ্যুত্থানের পর থেকে যান্ত্রিক ত্রুটি বা প্রতিকূল আবহাওয়ার কারণে প্রায় ১০টি বিমান হারিয়েছে।
Comments