‘দায়িত্ব পালনকালে সততা ও নৈতিকতা থেকে বিচ্যুত হওয়া যাবে না’

সুনামগঞ্জ জেলার জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত 'অপসংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন' বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সুনামগঞ্জ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ। রিসোর্স পার্সন হিসেবে কর্মশালার মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো: আব্দুস সবুর। তিনি সাংবাদিকদের পেশাদারিত্ব ও নীতি-নৈতিকতা মেনে চলার ওপর জোর দেন।
এর আগে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। এ প্রশিক্ষণ কর্মশালায় সুনামগঞ্জ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার কর্মরত সংবাদকর্মী অংশগ্রহণ করেন।
কর্মশালায় পেশাদার সাংবাদিকতার বিভিন্ন দিক, যেমন সংবাদ যাচাই-বাছাই, ভুল তথ্যের ব্যাপারে সতর্কতা এবং গণমাধ্যম আইন সম্পর্কে আলোচনা করা হয়।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম অপসাংবাদিকতার ভয়াবহতা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এসময় তিনি বলেন,'গণমাধ্যম সমাজের দর্পণ। এই দর্পণ যেন কলুষিত না হয়, সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে।'
তিনি আরও বলেন, 'সাংবাদিকতার মত মহান ও গুরুত্বপূর্ণ পেশায় দায়িত্ব পালনকালে সততা ও নৈতিকতা থেকে বিচ্যুত হওয়া যাবে না। রাজনৈতিক ও অন্যান্য পরিচয়ের উর্ধ্বে থেকে শুধু সাংবাদিক পরিচয়ে নিরপেক্ষভাবে সংবাদ উপস্থাপন করতে হবে। সর্বোপরি দেশকে ভালোবেসে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, 'সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা অপরিহার্য। এই ধরনের কর্মশালা সেই লক্ষ্য পূরণে সহায়ক হবে।'
প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যানসহ অতিথিরা।
Comments